ইরানের হামলায় ইসরায়েলে নিহত অন্তত ৮, আহত ১৩০ জনেরও বেশি

১৫ জুন ভোরে তেল আবিবের দক্ষিণে ইসরায়েলি শহর বাত ইয়ামে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ভবনের ধ্বংসস্তূপে কাজ করছেন উদ্ধারকারীরা। ছবি: এএফপি

ইসরায়েলে রাতভর ইরানি হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী দল। বিমান হামলার সাইরেন বেজে উঠলে লাখো ইসরায়েলি ছুটে গেছেন আশ্রয়কেন্দ্রগুলোতে।

ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) মুখপাত্র জানান, ইসরায়েলের মধ্য অঞ্চলে রকেট হামলায় ১০ বছর বয়সী এক ছেলেসহ কমপক্ষে চারজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।

তিনি জানান, শফেলা অঞ্চলে আরও ৩৭ জন আহত হয়েছেন।

ইসরায়েল পুলিশ এক এক্স পোস্টে জানিয়েছে, তেল আবিবে এক হামলায় বেশ কয়েকজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

শনিবার রাতে ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে একটি তিনতলা ভবন ধসে পড়ার পর এমডিএ জানিয়েছে, সেখানে তিন নারী নিহত হয়েছেন।

বিবৃতিতে তারা জানায়, ঘটনাস্থলেই দুই নারীকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ইসরায়েলের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, শনিবার হাইফা অঞ্চলের একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ২০ বছর বয়সী এক যুবতী নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

এমডিএ-এর এক মুখপাত্র ইসরায়েলের চ্যানেল ১২-কে জানিয়েছেন, ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন।

শনিবার রাতে ইসরায়েল জানিয়েছে, তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে এবং তেহরানে হামলাও চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Promises vs reality: RU students still face poor food, housing woes

RU has around 32,000 students but its 17 residential halls can house only about 10,000

1h ago