পাকিস্তানে বন্যা ও ভারী বৃষ্টিপাতে মৃত ৪৫

ভেলায় করে সোয়াত উপত্যকায় আকস্মিক বন্যায় ভেসে যাওয়া মানুষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স
ভেলায় করে সোয়াত উপত্যকায় আকস্মিক বন্যায় ভেসে যাওয়া মানুষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

বর্ষা মৌসুম শুরু হতে না হতেই পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। চরম বৈরি আবহাওয়ার বলি হয়ে কয়েকদিনের ব্যবধানে দেশটিতে ৪৫ জন প্রাণ হারিয়েছেন।

গতকাল রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় এএফপি।

আফগানিস্তান সীমান্তে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানুষ সবচেয়ে বেশি দুর্দশায় পড়েছেন। ওই প্রদেশে মারা গেছেন ২১ পাকিস্তানি। তাদের মধ্যে ১০ জনই শিশু। 

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের সোয়াত উপত্যকায় ১৪ জন মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, আকস্মিক বন্যায় নদীর তীরে অবস্থানরত পর্যটকসহ ১৪ জন ভেসে যায়। 

জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য পাঞ্জাবে বুধবার পর্যন্ত ১৩ জন মারা গেছেন। 

ভারী বৃষ্টিপাতের সময় দেওয়াল ও ছাদ ভেঙে পড়ে আট শিশু প্রাণ হারায়। প্রাপ্তবয়স্ক পাঁচ ব্যক্তি আকস্মিক বন্যায় ভেসে যান। 

সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে মৌসুমি বৃষ্টির জেরে আরও ১১ জন প্রাণ হারানোর তথ্য জানা গেছে।

পাকিস্তানের জাতীয় জলবায়ু সংস্থা জানিয়েছে, অন্তত আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি থাকবে।

বসন্তকালেও চরম বৈরি আবহাওয়ার মুখে পড়ে পাকিস্তানিরা। গত মাসে তীব্র ঝড়ে ৩২ জন প্রাণ হারান।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা দেশগুলোর অন্যতম পাকিস্তান। দেশটির প্রায় ২৪ কোটি মানুষ ক্রমবর্ধমান হারে বৈরি আবহাওয়ার মুখোমুখি হচ্ছে।

Comments

The Daily Star  | English

Sporadic tense incidents at Dhanmondi 32 today

Throughout the day today, several people were assaulted, while others were forced to leave the area immediately

1h ago