২ ঘণ্টার বেশি সময় ফোনে কথা বললেন পুতিন-মাখোঁ

প্রায় তিন বছর পর প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
আজ এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুই ঘণ্টারও বেশি সময়ের এই ফোনালাপে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি, ইসরায়েল-ইরান সংকট ও সমাধান বিষয়ে কথা বলেন দুই নেতা।
ফোনালাপে ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানান মাখোঁ।
তবে পাল্টা জবাবে পুতিন ইউক্রেন সংকটের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন।
পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো অনেক বছর ধরে রাশিয়ার 'নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট' বিষয়গুলোকে উপেক্ষা করেছে। তিনি দাবি করেন, ইউরোপের দেশগুলো রাশিয়ার ওপর নজর রাখার কাজে ইউক্রেনকে ব্যবহার করে এসেছে।
ফোনকলে পুতিন বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেকোনো শান্তি চুক্তি 'বিস্তৃত ও দীর্ঘমেয়াদী' হতে হবে এবং তা হতে হবে নতুন আঞ্চলিক বাস্তবতার ওপর ভিত্তি করে।
ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতেও মস্কো ও প্যারিস একসঙ্গে কাজ করতে পারে বলে প্রস্তাব দেন মাখোঁ।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাত কেবলমাত্র কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত—বলে একমত হয়েছেন মাখোঁ ও পুতিন।

মাখোঁ ও পুতিন ভবিষ্যতে ইউক্রেন ও ইরান ইস্যুতে আরও যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন।
তবে পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়টি আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবহিত করেন মাখোঁ এবং ফোনালাপের পরও জেলেনস্কির সঙ্গে তিনি কথা বলেন।
মাখোঁর পুতিনের সঙ্গে টেলিফোনালাপ এলো এমন সময় যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে।
Comments