ইতিহাসের সেরা সেলসম্যান জেলেনস্কি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই সাবেক আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়ার বিরোধ মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুললেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের যেন 'সাপে-নেউলে' সম্পর্ক।

গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জেলেনস্কির তুমুল বাকবিতণ্ডার পর ইউক্রেন ও মার্কিন প্রশাসনের সম্পর্ক তলানিতে পৌঁছে যায়।

তবে খনিজ চুক্তি সইয়ের পর সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়।

জেলেনস্কি সেরা 'সেলসম্যান'

ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি
ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি

কিন্তু আবারও জেলেনস্কিকে এক হাত নিয়েছেন মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে 'উলটাপালটা' বুঝিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা হাতিয়ে নিয়েছিলেন জেলেনস্কি।

ট্রাম্প বলেন, 'আমি মনে করি, তিনিই (জেলেনস্কি) সম্ভবত ইতিহাসের সবচেয়ে সেরা সেলসম্যান'।

তার প্রশাসন নিমিষেই ইউক্রেনের সামরিক সহযোগিতা বন্ধ করেছে বলেও মন্তব্য করেন।

'কাজটা খুব সহজ ছিল। ছোট বাচ্চার হাত থেকে ক্যান্ডি কেড়ে নেওয়ার মতো,' যোগ করেন ট্রাম্প।

ইস্তানবুলের বৈঠক

আজ বৃহস্পতিবার থেকে তুরস্কে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনা। প্রায় তিন বছর পর কিয়েভ-মস্কোর প্রতিনিধিরা এই সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন। তবে আলোচনার টেবিলে অনুপস্থিত ট্রাম্প ও পুতিন।

এএফপি জানিয়েছে, বৈঠকে যোগ দেওয়ার জন্য তুরস্ক গেলেও তার সমকক্ষ দুই নেতা অনুপস্থিত থাকায় এবার পরবর্তী কৌশল বেছে নিতে আঙ্কারাগামী বিমানে চেপেছেন জেলেনস্কি। তিনি তুরস্কের নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন।

এ দিকে, মধ্যপ্রাচ্যের তিন দেশ সফর করছেন ট্রাম্প। আজ যাবেন আরব আমিরাতে।

ট্রাম্প জানিয়েছেন, তার ব্যস্ত সফরসূচির মধ্যে তুরস্ক যাওয়া 'খুব কঠিন' হবে। তবে আরও জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেখানে আছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: এএফপি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: এএফপি

'মার্কো সেখানে আছে। সে খুবই চমৎকার কাজ করছে,' যোগ করেন তিনি। তবে উল্লেখ করেন, আলোচনায় অগ্রগতি হলে আগামী শুক্রবার তিনি তুরস্ক যেতে পারেন।

কাতারে ট্রাম্প বলেন, 'মানে, যদি কিছু হয়, তাহলে আমি শুক্রবার যাব—যদি ব্যাপারটা গ্রহণযোগ্য হয়।'

তিনি আরও বলেন, 'আমরা বিশ্বকে মানসিক সহায়তা দিতে পারি। এ কারণে, আমি মনে করি আমরা সেখানে গেলে রাশিয়া-ইউক্রেনের উপকার হতে পারে।'

একদিন আগে ট্রাম্প বলেছিলেন, ইস্তানবুলের বৈঠকে পুতিন হাজির হলেও তিনিও সেখানে যেতে চান।

তবে রুশ প্রতিনিধিদলের তালিকায় পুতিনের নাম নেই। পুতিনকে নিজে উপস্থিত হয়ে আলোচনা করার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন জেলেনস্কি। তবে এতে পাত্তা দেননি রুশ নেতা।

ট্রাম্প বলেন, পুতিনের অনুপস্থিতি তাকে বিস্মিত করেনি।

'আমি যদি না যাই, তাহলে তিনি (পুতিন) কেন যাবেন?' যোগ করেন ট্রাম্প।

Comments

The Daily Star  | English

Early US intel assessment suggests strikes on Iran did not destroy nuclear sites: CNN

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago