করাচিতে ভবন ধসে ২৭ জনের মৃত্যু

করাচিতে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে মৃতদেহ। ছবি: এএফপি

পাকিস্তানের করাচিতে পাঁচতলা একটি ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা জানান, অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আর কেউ জীবিত থাকার আশা ক্ষীণ।

গত শুক্রবার সকাল ১০টার দিকে করাচির লিয়ারি এলাকায় ভবনটি ধসে পড়ে। এএফপি জানায়, যে এলাকায় ভবনটি ধসে পড়েছে সেটি করাচির সবচেয়ে অপরাধপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার কিছুক্ষণ আগে তারা ফাটল তৈরি হওয়ার মতো শব্দ শুনতে পান।

সরকারি উদ্ধারকারী সংস্থা '১১২'-এর মুখপাত্র হাসান খান এএফপিকে বলেন, ধ্বংসস্তূপের বেশির ভাগ অংশ সরিয়ে ফেলা হয়েছে। রোববার বিকেলের মধ্যে উদ্ধার অভিযান শেষ হবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ দাবি করেছে, ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। তবে বাড়ির মালিক ও কয়েকজন বাসিন্দা এএফপিকে জানান, তারা এমন কোনো নোটিশ পাননি।

শনিবার ঘটনাস্থলে ৫৪ বছর বয়সী দেব রাজ নামের এক ব্যক্তি বলেন, 'আমার মেয়েটা ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। সে আমার খুব আদরের মেয়ে ছিল। মাত্র ছয় মাস আগে ওর বিয়ে হয়েছিল।'

পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী এবং আইন প্রয়োগে শিথিলতার কারণে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। তবে দুই কোটির বেশি জনসংখ্যার করাচিতে পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

3h ago