চোখের সামনে সারাক্ষণ লাশ দেখি, পচা গন্ধ পাই: মাকে সাবেক আইডিএফ সেনা

লেবানন ও গাজায় দীর্ঘ সময় ধরে সহায়তাকারী সেনা হিসেবে সামরিক অভিযানে অংশ নেন ড্যানিয়েল এদরি (২৪)। ছবি: সংগৃহীত
লেবানন ও গাজায় দীর্ঘ সময় ধরে সহায়তাকারী সেনা হিসেবে সামরিক অভিযানে অংশ নেন ড্যানিয়েল এদরি (২৪)। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সেনাবাহিনীর নাম 'ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী' বা সংক্ষেপে, আইডিএফ। ইসরায়েলের বেশিরভাগ সামরিক আগ্রাসনের কেন্দ্রে থাকেন আইডিএফ'র সদস্যরা। বিশ্বের সবচেয়ে সুশিক্ষিত, সুপ্রশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে এর পরিচিতি আছে।

সম্প্রতি লেবাননে হামলা ও গাজার গণহত্যামূলক সামরিক অভিযানে অংশ নেওয়া আইডিএফ'র এক সেনা তার নিজ শহরে নিজের প্রাণ নিজেই কেড়ে নিয়েছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

লেবানন ও গাজায় দীর্ঘ সময় ধরে সহায়তাকারী সেনা হিসেবে সামরিক অভিযানে অংশ নেন ড্যানিয়েল এদরি (২৪)। পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমকে জানান, ওই দুই জায়গায় অভিযানে অংশ নেওয়ায় তার মানসিক স্বাস্থ্যের ভয়াবহ অবনতি হয়। যুদ্ধক্ষেত্রের অবর্ণনীয় বেদনা, ভয়াবহ চিত্র ও কটু গন্ধ তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছিল।

যুদ্ধক্ষেত্রের ভয়াল সব চিত্র দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ড্যানিয়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নোভা মিউজিক ফেস্টিভালে দুই বাল্যবন্ধুকে হারিয়েও দিশেহারা হয়ে পড়েছিলেন সাফেদ শহরের বাসিন্দা ড্যানিয়েল। সেই সাফেদের বিরিয়া জঙ্গলের কাছে আত্মহত্যা করেন তিনি।

ওই দিন রে'ইম শহরের ওই সংগীত উৎসবে হামাসের হামলার খবর পেয়ে বন্ধুদের সাহায্য করতে ছুটে যেতে চেয়েও পারেননি তিনি।

পরিবারের সদস্যরা জানান, দুই বন্ধুর প্রাণ বাঁচাতে না পারার আফসোস তার জন্য বেদনার নিরন্তর উৎস ছিল।

তিনি চার ভাই-বোনের মধ্যে তৃতীয়। খুব অল্প বয়সে বাবা হারিয়ে মা সিগালের কাছে বড় হন। গত মাসে ২৪তম জন্মদিন উদযাপন করেন এই প্রয়াত সেনা।

মা সিগাল চেয়েছিলেন, যথাযথ সামরিক মর্যাদায় তার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া হোক। কিন্তু এখন পর্যন্ত তার এই আবেদন অনুমোদন পায়নি।

তিনি জানান, 'রিজার্ভ সেনা হিসেবে ডাক পাওয়ার বিষয়টি ড্যানিয়েলের জন্য স্বপ্নপূরণের মতো ছিল। সে সব সময়ই দেশের সেবা করতে সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিল।'

প্রায় পাঁচ মাস আগে ড্যানিয়েলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় আইডিএফ।

ড্যানিয়েল দীর্ঘদিন ইসরায়েলে উত্তর ও দক্ষিণ সীমান্তে যুদ্ধে সহায়ক সেনা হিসেবে কাজ করেছে জানিয়ে সিগাল আরও বলেন, 'সে আমাকে জানায়, তাকে অসংখ্যবার এক জায়গা থেকে আরেক জায়গায় মরদেহ বহন করে নিতে হয়েছে।'

তিনি আরও জানান, নিহতদের মধ্যে অসংখ্য আইডিএফ সেনাও ছিলেন।

সিগাল বলেন, 'সে ভীতিকর সব দৃশ্য দেখেছে। আমাকে একদিন বলল, মা, আমি শুধু লাশের গন্ধ পাই। চোখের সামনে সারাক্ষণ লাশ দেখি।'

যত সময় যেতে থাকে, ততই ড্যানিয়েলের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে। এক পর্যায়ে তারা সাহায্যের জন্য আইডিএফ'র কাছে যান।

লিটানি নদীর তীরে সামরিক অভিযানে আইডিএফের সদস্যরা। ছবি: আইডিএফ
লিটানি নদীর তীরে সামরিক অভিযানে আইডিএফের সদস্যরা। ছবি: আইডিএফ

আইডিএফ ড্যানিয়েলের মানসিক চিকিৎসার উদ্যোগ নেয়। তার জন্য মাসোহারার ব্যবস্থা করে দেয়।

ড্যানিয়েলের মা বলেন, 'কখনো কারণ ছাড়াই রাগে ফেটে পড়ত সে। কখনো নিজের অ্যাপার্টমেন্টে ভাঙচুর চালাতো।'

'ড্যানিয়েলের ভয় ছিল, এভাবে চলতে থাকলে সে নিজেকেই আঘাত করে ফেলতে পারে। গত সপ্তাহে সে মানসিক হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছিল। হাসপাতালের কর্মীরা তাকে আরও কয়েকদিন অপেক্ষার উপদেশ দেয়। তাকে আশ্বস্ত করে বলে, খুব শিগগির তাকে নার্সিং হোমে নেওয়া হবে।'

কাঁদতে কাঁদতে মা সিগাল বলেন, 'সময় তার পক্ষে ছিল না। সে ওই ব্যথা সহ্য করতে পারছিল না।'

'অন্তত মৃত্যুতে সে বিশ্রাম ও শ্রদ্ধা খুঁজে পাবে। সঙ্গে তার এই আত্মত্যাগের জন্য যে সম্মান প্রাপ্য, সেটাও তার পাওয়া উচিত। যথাযথ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য হোক, এটাই তার প্রাপ্য।'

এ ক্ষেত্রে আইডিএফ ইসরায়েলি আইনের বরাত দিয়ে জানায়, আইডিএফ শুধু তাদেরকেই 'শহীদ' হিসেবে বিবেচনা করে যারা সক্রিয় সামরিক সেবায় থাকার সময় নিহত হন। রিজার্ভ সেনারাও ওই সম্মান পান।

যেহেতু মৃত্যুর সময় ড্যানিয়েল আইডিএফ'র সক্রিয় সদস্য ছিলেন না তাই তাকে এ ধরনের সম্মান দেওয়ার বিধান নেই বলেও আইডিএফ যুক্তি দিয়েছে।

Comments

The Daily Star  | English

Tk 2 for a day's labour: Prisons chief pushes to reform inmate pay

"This is why prison-made products are so cheap. But this also makes inmates lose interest in work"

40m ago