নয়াদিল্লিতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

প্রতীকী ছবি

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হংকং থেকে আসা ফ্লাইটটি অবতরণের কিছুক্ষণ পরেই উড়োজাহাজের সহায়ক বিদ্যুৎ ইউনিটে আগুন ধরে যায়।

তবে সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন।

আজ মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, '২২ জুলাই হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট এআই ৩১৫ অবতরণ করে গেটে পার্ক করার কিছুক্ষণ পরেই এর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। ঘটনাটি ঘটে যখন যাত্রীরা উড়োজাহাজ থেকে নামা শুরু করেছিলেন। সিস্টেম অনুযায়ী, এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।'

এতে আরও বলা হয়েছে, 'উড়োজাহাজটির কিছু ক্ষতি হয়েছে', তবে যাত্রী ও ক্রু সদস্যরা স্বাভাবিকভাবে নেমে এসেছেন এবং তারা নিরাপদে আছেন।

'তদন্তের জন্য উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথভাবে অবহিত করা হয়েছে,' যোগ করেন ওই মুখপাত্র।

গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদ শহর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে একটি মেডিকেল কলেজ কমপ্লেক্সে আছড়ে পড়ে। এতে বিমানের মোট ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জন এবং ভূমিতে থাকা ১৯ জন নিহত হন।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

8h ago