জোহরান মামদানিকে ‘মুক্তহস্তে’ দান করছেন নিউইয়র্কবাসী

নিউইয়র্ক শহরে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো, এরিক অ্যাডমস ও কার্টিস স্লিওয়ারের তুলনায় বেশি তহবিল পেয়েছেন ডেমোক্র্যেট পার্টির মনোনীত প্রার্থী জোহরান মামদানি।
গতকাল শনিবার সিএনএন'র প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোয় জোহরান জনগণের কাছ থেকে ১০ লাখ ডলারের বেশি নির্বাচনী তহবিল পেয়েছেন।
নিউইয়র্ক শহরের বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডমস জোগাড় করেছেন ৪ লাখ ২৫ হাজার ডলার ও নিউইয়র্ক রাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো জোগাড় করেছেন ৫ লাখ ৭ হাজারের সামান্য বেশি।
এ ছাড়াও, রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী কার্টিস স্লিওয়া জোগাড় করেছেন ৪ লাখ ৭ হাজার ডলার।
সংবাদ প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ সপ্তাহে ৮ হাজারের বেশি মানুষ জোহরান মামদানির নির্বাচনী প্রচারের কাজে অর্থ দিয়েছেন। তবে তাদের অধিকাংশ শহরের বাইরে থেকে অনুদান পাঠিয়েছেন।
জোহরান মামদানির প্রচারণা বিভাগের মুখপাত্র ডোরা পেকেজ, 'নির্বাচনে ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক, অল্প পরিমাণে ডলার দেওয়ার হাজারো মানুষ ও নিউইয়র্ক শহরকে বাসযোগ্য করার বিষয়ে জোহরানের প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসে ব্যক্তিরাই আমাদের প্রকৃত শক্তি।'
প্রতিবেদনে আরও বলা হয়, জোহরান মামদানি দেশটির বড়লোকদের বিরুদ্ধে কথা বললেও ধনকুবেরদের পরিবার থেকেও অর্থ এসেছে তার প্রচারণা তহবিলে।
দানবীর হিসেবে পরিচিত এলিজাবেথ সিমনস চলতি মাসের প্রথমদিকে জোহরান মামদানির প্রচারণায় আড়াই লাখ ডলার অনুদান হিসেবে দিয়েছেন। গত জুনে ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন পাওয়ার পর জোহরান মামদানি বলেছিলেন তিনি মনে করেন না যে বিলিয়নিয়ার থাকা উচিত। তার মতে, এই অসাম্যের দুনিয়ায় বিলিয়ন ডলার অনেক বেশি পরিমাণের অর্থ।
কম আয়ের মানুষদের পক্ষে কথা বলায় জোহরানের বিরোধীরা তাকে 'উগ্র-বামপন্থি' হিসেবে অভিহিত করেন। তবে, সব মানুষের জন্য সুন্দর শহরের প্রতিশ্রুতি দেওয়া জোহরান মামদানির প্রতি জনসমর্থন বাড়ছে।
Comments