বিদ্রোহীদের হামলায় মিয়ানমারের গুরুত্বপূর্ণ রেল-সেতু আংশিক ধ্বংসের দাবি

বিদ্রোহীদের হামলায় গোকটেইক সেতু আংশিকভাবে ধ্বংসের দাবি করেছে মিয়ানমারের জান্তা। ছবি: এক্স/ফেসবুক থেকে সংগৃহীত
বিদ্রোহীদের হামলায় গোকটেইক সেতু আংশিকভাবে ধ্বংসের দাবি করেছে মিয়ানমারের জান্তা। ছবি: এক্স/ফেসবুক থেকে সংগৃহীত

মিয়ানমারে ঔপনিবেশিক আমলে নির্মিত একটি রেল-সেতুর অংশবিশেষ ধ্বংস হয়েছে। 

দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা জানিয়েছে, এক কালে বিশ্বের সবচেয়ে উঁচুতে নির্মিত ঝুলন্ত সেতুটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বোমা হামলা হামলায় আংশিকভাবে 'ধ্বংস হয়েছে'।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি। 

২০২১ সালে সামরিক ক্যুর মাধ্যমে নোবেলজয়ী অং সান সুচি'র সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং এর নেতৃত্বাধীন সামরিক বাহিনী। এর পর থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে একাধিক গণতন্ত্রপন্থী গেরিলা গোষ্ঠী ও কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সশস্ত্র সদস্যরা লড়াই চালিয়ে যাচ্ছে।

দুই পক্ষের সংঘাতে দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের বেড়াজালে আটকে পড়েছে মিয়ানমারের বাসিন্দারা। 

জান্তার মুখপাত্র জাও মিন তুন এক ভিডিও বিবৃতিতে গণমাধ্যমকে জানান, টা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের সম্মিলিত বোমা হামলায় চালিয়ে গোকটেইক সেতু ধ্বংস হয়েছে। 

গোকটেইক ভায়াডাক্ট নামেও পরিচিত এই সেতুটি মিয়ানমারের সবচেয়ে উঁচুতে নির্মিত সেতু।

১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এটি চালু হয়। সে সময় একটি গিরিখাত থেকে ১০২ মিটার (৩৩৪ ফুট) উঁচুতে নির্মিত ওই সেতুটি বিশ্বের সবচেয়ে উঁচুতে নির্মিত সেতুর তকমা অর্জন করে। 

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায় সেতুটির অংশবিশেষ ধসে পড়েছে এবং এটি বড় আকারে ক্ষতির শিকার হয়েছে।

অক্ষত অবথায় গোকটেইক সেতু। ফাইল ছবি: ফেসবুক/সংগৃহীত
অক্ষত অবথায় গোকটেইক সেতু। ফাইল ছবি: ফেসবুক/সংগৃহীত

গুরুত্বপূর্ণ এই সেতু উত্তরাঞ্চলের শান রাজ্যকে রেলপথের মাধ্যমে মান্দালায় এর সঙ্গে সংযুক্ত করে। প্রতি বছর সেতুর আশেপাশের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে অসংখ্য পর্যটক এখানে আসেন।

টিএনএলএ'র মুখপাত্র লিওয়ে ইয়ায় উ সেতু ধ্বংসের অভিযোগ অস্বীকার করে বলেন, জান্তাই সেতুতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি এএফপিকে বলেন, 'মিয়ানমারের সেনাবাহিনী আজ সকালে আমাদের ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর চেষ্টা চালায়। তারা আমাদের সেনাদের ওপর বোমাবর্ষণ করে এবং একইসঙ্গে তাদের বোমা গোকটেইক সেতুর ওপরও আঘাত হানে'। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পার্শ্ববর্তী নোংখিও ও কিয়াউকমে শহরে টিএনএলএ'র সঙ্গে জান্তার তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

জুলাইতে বিদ্রোহীদের হাত থেকে নোংখিও শহরের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার দাবি জানায় জান্তা। 

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago