গাজায় গণহত্যা বন্ধের দাবি সাবেক মার্কিন সেনার, কে এই ‘মেইন মামদানি’?

মেইন মামদানি
গ্রাহাম প্ল্যাটনার। ছবি: গ্রাহাম ফর মেইনের সৌজন্যে

ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে যুদ্ধ করেছিলেন তিনি। এখন আছেন অবসরে। তার লক্ষ্য—মেইন অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির সিনেটর সুসান কলিনসকে আগামী নির্বাচনে পরাজিত করা। সেই লক্ষ্যে প্রাথমিক প্রচারণাও শুরু করেছেন তিনি। তার নাম গ্রাহাম প্ল্যাটনার। পরিচিতি পেয়েছেন, 'মেইন মামদানি' হিসেবে।

গতকাল রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এ তথ্য জানিয়ে বলে—নির্বাচনী প্রচারণায় গ্রাহাম লিখেছেন, 'আমরা কেন অনন্ত যুদ্ধের পেছনে অর্থ খরচ করে চলেছি, শিশুদের ওপর বোমা ফেলছি?'

শুধু তাই নয়, গত বৃহস্পতিবার তিনি সমাজমাধ্যমে লিখেছেন—'ফিলিস্তিনে গণহত্যা চলছে'।

নির্বাচনী প্রচারণায় গ্রাহাম প্ল্যাটনার সবার জন্য স্বাস্থ্যসেবা, আবাসন ও বিদেশে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছেন। নিজের ওয়েবসাইটে তিনি লিখেছেন মেইন স্বল্প আয়ের মানুষদের জন্য বসবাসযোগ্য নয়। কেননা, এই অঙ্গরাজ্যের সরকার নির্বাচিত হয় ধনকুবেরদের সহায়তায়।

নিউইয়র্ক নিয়ে একই কথা বলছেন শহরটির মেয়র প্রার্থী জোহরান মামদানি। ডেমোক্র্যেটিক পার্টির মনোনীত এই প্রার্থীও গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সরব।

গ্রাহাম প্ল্যাটনার এনবিসি নিউজকে বলেন, তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধে গিয়েছিলেন ভালো কিছু করার আশায়। কিন্তু, পরে দেখেন সেখানে মার্কিননীতি ব্যর্থ হয়েছে। এ ধরনের ব্যর্থ নীতি মেনে যুক্তরাষ্ট্র এখনো চলছে বলেও মনে করেন তিনি।

মার্কিন সিনেটে ১০০ সদস্যের মধ্যে ৫৩ সদস্য রিপাবলিকান পার্টির ও ৪৫ সদস্য ডেমোক্র্যেট পার্টির। দুই সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত। এমন পরিস্থিতিতে আগামী বছর সিনেট নির্বাচনে রিপাবলিকানদের আসন কমাতে লড়াই করছেন ডেমোক্র্যেটরা।

সেই লক্ষ্যে আগামী নির্বাচনের এই সম্ভাব্য প্রার্থী জোহরান মামদানির মতো নিজ রাজ্যের সব বাসিন্দার কল্যাণের পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলছেন।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

6h ago