সুদানে ভূমিধসে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু: বিদ্রোহী গোষ্ঠী
আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত এক হাজার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্য সুদান লিবারেশন মুভমেন্ট।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিধসে মারা মাউন্টেইনস এলাকার একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বেঁচে আছেন মাত্র একজন বাসিন্দা।
সোমবার আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন ওই গোষ্ঠীর এক বিবৃতিতে বলা হয়, কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট ভূমিধস হয়।
দারফুর অঞ্চলে অবস্থিত ওই এলাকা নিয়ন্ত্রণ করছে সুদান লিবারেশন মুভমেন্ট। ভূমিধসের ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা।
তারা জানিয়েছে ভূমিধসে গ্রামটি পুরোপুরি মাটির সাথে মিশে গেছে।
উত্তর দারফুর রাজ্যে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলমান সংঘাত থেকে বাঁচতে অনেক মানুষ আশ্রয় নিয়েছে মারা পার্বত্য এলাকায়, যেখানে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর তীব্র অভাব রয়েছে।
দুই বছরের গৃহযুদ্ধে দেশের অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার মুখে পড়ছে।
Comments