বিয়ের অনুষ্ঠানে হয়ে উঠুন অনন্য

ফেসিয়াল, বেসিক ক্লিনআপ, পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার স্পা, বিয়ে,
স্টার ফাইল ফটো

এখন চলছে বিয়ের মৌসুম। তাই টুকটাক বিয়ের দাওয়াত থাকবেই। কিন্তু, যেনতেনভাবে তো আর বিয়ের দাওয়াতে যাওয়া যায় না! দরকার একটু প্রস্তুতি। তাহলে বিয়ের অনুষ্ঠানে সবার মাঝে আপনি হয়ে উঠবেন অনন্য। এজন্য প্রয়োজন একটু পরিকল্পনামাফিক রূপচর্চা। তাহলেই বিয়ে বাড়িতে থাকবেন পারফেক্ট ফিটফাট।

কিন্তু আপনি যদি ভাবেন বিয়ের অনুষ্ঠানের দু'তিনদিন আগে পার্লারে গিয়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ট্রিটমেন্ট করিয়ে নেবেন, আর তাতেই হয়ে যাবে! তাহলে বলব আপানর এই চিন্তা পাল্টাতে হবে।

আপনি যদি চান এবারের বিয়ের অনুষ্ঠানে সবার চেয়ে আলাদা হয়ে উঠতে বা যদি চান সবার প্রশংসার নজর পড়ুক আপনার ওপরেও তাহলে এখন থেকেই শুরু করুন রূপচর্চা। বানিয়ে নিন একটি চেকলিস্ট। তবে, আপনার রূপরুটিন সহজ করতে বিশেষ কিছু টিপস তুলে ধরা হলো। এখন আপনি মিলিয়ে নিন এর মধ্যে কোনগুলো নিয়মিত করেন এবং যেগুলো করেন না এখন থেকেই শুরু করুন।

ফেসিয়াল

ত্বক উজ্জ্বল করার পাশাপাশি নিয়মিত ফেসিয়াল বার্ধ্যকের ছাপ রুখতে সাহায্য করে। সাধারণত বলা হয় একুশ বছরের কম বয়সীদের ফেসিয়ালের প্রয়োজন নেই। তবে, এখন যেভাবে দূর্ষণ বাড়ছে তাতে সবাইকে একটি বেসিক স্কিন কেয়ার রুটিন মেনে চলা উচিত।

বেসিক ক্লিনআপ

বেসিক ক্লিনআপ ফেসিয়ালের ক্ষেত্রে তিনটি ধাপে ফেসিয়াল করা হয়। প্রথমেই আপনার ত্বকের জন্য উপযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে স্টিম দেওয়া হয়। এতে লোমকূপের মুখ উন্মুক্ত হয় এবং বøাকহেডস ও হোয়াইটহেডস রিমুভ করতে সুবিধা হয়। পুরো মুখে স্ক্রাব লাগিয়ে হালকাভাবে চক্রাকারে ম্যাসাজ করা হয়। স্ক্রাবিংয়ের পর ক্লিনবেজড ক্লেনজার দিয়ে সারা মুখে ও গলায় ম্যাসাজ করা হয়। সবশেষে স্কিন রেজুভিটেনিং মাস্ক লাগানো হয়। এছাড়া বায়ো লিফট ফেসিয়াল, আলফা হাইড্রোক্সি অ্যাসিড ফেসিয়াল, অ্যান্ডি অক্সিডেন্ট ও পলিউশন ফাইটিং ফেসিয়াল, অ্যারোমা থেরাপি এবং গোল্ড ফেসিয়ালের মতো নানাধরনের স্কিন রেজুভিটেনিয় ফেসিয়াল প্রয়োগ করে দেখতে পারেন।

পেডিকিওর

একজোড়া সুন্দর কোমল পায়ের জন্য নিতে হবে বিশেষ যত্ন। যদি বিয়ের উৎসবের দিন নতুন জুতার মালিকের পায়ের গোড়ালি থাকে ফাটা বা শুষ্ক তাহলে একেবারেই দেখতে ভালো লাগবে না। বাড়িতে নিয়মিত পা পরিষ্কার করার পাশাপাশি অনুষ্ঠানের আগে অন্তত তিনবার পার্লারে গিয়ে প্রফেশনাল পেডিকিওর করিয়ে নিন।

ম্যানিকিওর

আমাদের নখ কেরাটিন নামক একটি প্রোটিন লেয়ার দিয়ে তৈরি। কিউটিকল বেসে নতুন কোষ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পুরনো কোষ শক্ত হয়ে ফিঙ্গার টিপের দিকে বেড়ে ওঠে। সাধারণত স্বাস্থ্যজ¦ল নখ স্মুথ হয় এবং কোনোরকম ডিসকালারেশন থাকে না। কিন্তু, নখের সঠিক যতœ না নিলে নখ ভঙ্গুর হয়ে যাওয়ার পাশাপাশি রং নষ্ট হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে নখের স্মুথনেসও নষ্ট হয়ে যায়। ম্যানিকিওর সবসময় কোনো ভালো বিউটিশিয়ানের কাছে করাবেন। ম্যানিকিওর করার সময় যেন কোনোভাবে কিউটিকলসে কোনো আঘাত না লাগে। কারণ এতে ইনফেকশনের সম্ভাবনা তৈরি হয়। খেয়াল রাখবেন পার্লারের ম্যানিকিওর টুলস যেন স্টেরিলাইজড হয়। নখের সমস্যা যদি আগে থেকেই থাকে ম্যানিকিওর করার আগে সেটা জানিয়ে দেবেন। তাহলে বিউটিশিয়ান বলতে পারবেন আপনার ম্যানিকিওর করা উচিত হবে কিনা।

হেয়ার স্পা

হেয়ার স্পাতে কয়েটি বেসিক ধাপ মেনে চলা হয়। চেষ্টা করুন অনুষ্ঠানের আগে অন্তত দু'বার হেয়ার স্পা করিয়ে নিতে। অয়েল ম্যাসাজ, শ্যাম্পু, হেয়ার মাস্ক এবং কন্ডিশনিংয়ে সাহায্যে চুলের উজ্জ¦লতা ও ময়েশ্চার ফিরিয়ে আনা হয়। শ্যাম্পু করার সময় ১০ মিনিটি স্ক্যাল্প ম্যাসাজ করা হয়। এরপর ডিপ-কন্ডিশনিং মাস্ক লাগিয়ে ২০-২৫ মিনিটের মতো স্কাল্প ম্যাসাজ করা হয়। এরপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এক ধরেনর নারিশিং ক্রিম লাগানো হয়।

এই ধাপগুলো ও নিয়মিতি রূপ রুটিন মেনে চলে বিয়েতে আপনিও হয়ে উঠুন অনন্য।  

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago