রিবন্ডিং চুলের প্রয়োজন বাড়তি যত্ন

ছবি: সংগৃহীত

রিবন্ডিং চুলকে দুর্বল করে তোলে। চুলে নানা ধরনের সমস্যার কারণ হতে পারে এটি। তাই রিবন্ডিং করার পর চুলের বাড়তি যত্ন নিতে হয়।

আসুন জেনে নিই কীভাবে এই যত্ন নেবেন।

হট অয়েল ম্যাসাজ

রিবন্ডিং করা চুলের যত্নে হট অয়েল ম্যাসাজ খুব গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত ৩ দিন শ্যাম্পু করার ১ ঘণ্টা আগে চুলে হট অয়েল ম্যাসাজ করুন।

গরম পানি এড়িয়ে চলুন

গরম পানি দিয়ে কখনোই চুল ধোবেন না। কুসুম গরম পানিও ব্যবহার করা যাবে না। শ্যাম্পু করে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন।

চুল কন্ডিশন করুন

রিবন্ডিং করা চুলকে কন্ডিশন করা আবশ্যক। যখনই বাইরে যেতে হবে তখনই লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করুন। তাছাড়া শ্যাম্পু করার পর পর্যাপ্ত পরিমাণে কন্ডিশনার ব্যবহার করতে হবে।

ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করুন

প্রতি মাসে অন্তত একবার ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন। এটি আপনাকে নিয়মিত ব্যবহার করা শ্যাম্পু এবং কন্ডিশনারের অবশিষ্টাংশ পরিষ্কার করতে সহায়তা করবে।

মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন

চুল আঁচড়ানোর জন্য একটি মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। ব্রাশ এড়িয়ে চলুন। এটি চুলের ক্ষতি করতে পারে।

চুল বাঁধা ও হেয়ার ড্রায়ার এড়িয়ে চলুন

অন্তত প্রথম মাস আপনার চুল বাঁধবেন না। এতে চুলের ক্ষতি হয়, চুল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে আর চুলে ভাঁজ পড়ে। একইসঙ্গে হেয়ার ড্রায়ার ব্যবহার এড়িয়ে চলুন। যখনই চুল ধোবেন তখনই প্রাকৃতিকভাবে চুল শুকাতে দিন।

সুষম খাদ্য খান

সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। ফল ও শাকসবজির প্রতি মনোযোগ দিন এবং যতদূর সম্ভব জাঙ্ক ফুড এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রোটিন গ্রহণের পরিমাণ বাড়ান। এটি আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখবে।

ট্রিম করুন

মাঝে মাঝে চুলের আগা ট্রিম করলে আগা ফাটা দূর হয় এবং চুলের সৌন্দর্য নষ্ট হয় না। দেখতে ভালো লাগে, রিবন্ডিংও দীর্ঘস্থায়ী হয়।

তথ্যসূত্র: ডট জিরো হেয়ার স্টুডিও

Comments

The Daily Star  | English
Development philosophy of the FY2026 budget

What the development philosophy should be for the FY2026 budget

The philosophical focus of the upcoming budget should be pro-poor and pro-people.

13h ago