আজ সুগন্ধি দিবস
ছোটবেলায় 'কাজলা দিদি' কবিতার আমরা পড়েছিলাম, 'ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই...'। ফুলের গন্ধ সবারই ভালো লাগে। কিন্তু, আজ কেন ফুলের গন্ধের কথা বলছি? কারণ আজ ২১ মার্চ সুগন্ধি দিবস।
সুগন্ধি দিবস কবে থেকে বা কীভাবে উদযাপন শুরু হয়েছিল তা জানা যায়নি। তবে এ কথা সত্য, আধুনিক জীবনধারায় আমাদের রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে সুগন্ধি। আর সুগন্ধি পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন।
সুগন্ধির ইতিহাস হাজার হাজার বছর আগের। যদিও সুগন্ধির আবিষ্কারক নিয়ে সর্বজনগ্রাহ্য ইতিহাস জানা যায়নি। কিন্তু, বিশ্বের প্রথম রসায়নবিদ তাপ্পুতী ছিলেন একজন পারফিউম প্রস্তুতকারক। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের একটি পাথরের ট্যাবলেটে তার কথার উল্লেখ পাওয়া যায়। আবার কারো মতে, ব্রোঞ্জ যুগে প্রাচীনতম সুগন্ধি সাইপ্রাস দ্বীপে আবিষ্কৃত হয়েছিল। আর বর্তমানে ইউরোপের দেশ ফ্রান্স পারফিউম এবং প্রসাধনী উত্পাদনের বিশ্বকেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
এই দিনটি উদযাপনের অন্যতম উপায় হলো সুগন্ধি ব্যবহার করা। আপনার পছন্দের পারফিউম মেখে দিনটি উদযাপন করতে পারেন। সুগন্ধি পছন্দ করার মানে পারফিউম ব্যবহার করতে তাও কিন্তু নয়। আপনি যদি প্রাকৃতিক গন্ধ পছন্দ করেন তাহলে স্থানীয় কোনো ফুলের দোকানে যেতে পারেন। তারপর বাড়ি ও অফিসের ডেস্কে রাখার জন্য কিছু তাজা ফুল কিনে নিন। তাহলে দিনভর সেই ফুলের গন্ধ উপভোগ করতে পারবেন।
Comments