ভ্যালেনটাইনস তো জানেন, এবার জানুন গ্যালেনটাইনস ডে নিয়ে

গ্যালেনটাইনস ডে
ছবি: সংগৃহীত

ভ্যালেনটাইনস ডে সম্পর্কে আমরা সবাই জানি। এটি যে প্রেমিক-প্রেমিকাদের দিন, ভালোবাসার দিন, প্রিয়জনকে মনের কথা বলার দিন, সেসব জানতে এখন আর কারও বাকি নেই। কিন্তু আপনি কি জানেন গ্যালেনটাইনস ডে কী? আমি নিশ্চিত বেশিরভাগই জানেন না! তাই আজ আপনাদের জানাব বিশেষ এই দিনটি সম্পর্কে।

বিশ্বজুড়ে গ্যালেনটাইনস ডে পালন করা হয় ১৩ ফেব্রুয়ারি। আরবান ডিকশনারি বলছে, এই দিনটিতে নারীরা তাদের নারী বন্ধুর জন্য ভালোবাসা প্রকাশের মাধ্যমে উদযাপন করেন। অর্থাৎ ভ্যালেনটাইনস ডেতে যেমন একজন নারী তার প্রেমিক বা পুরুষের প্রতি ভালোবাসা জানান, গ্যালেনটাইনসে ভালোবাসা জানান কেবল নারী বন্ধুর প্রতি। এই দিনটি নারীর প্রতি নারীর বিশুদ্ধ বন্ধুত্ব প্রকাশের দিন, উদযাপনের দিন।

কোথা থেকে এলো?

রিডার্স ডাইজেস্ট বলছে, নারী বন্ধুর জন্য উৎসর্গ করা বিশেষ এই দিনটির প্রবর্তক লেসলি নোপ, যিনি একটি ছোট শহরের মেয়র। অবশ্য বাস্তবে নয়, পার্কস অ্যান্ড রিক্রিয়েশন নামে টেলিভিশন শোতে রয়েছে এই চরিত্রটি। সেখানে লেসলি নোপ চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী অ্যামি পোহলার।

তো শুরুটা হলো এভাবে যে, পার্কস অ্যান্ড রিক্রিয়েশনে লেসলি নোপ ছোট ছোট ছুটির দিনের প্রচলন শুরু করেন তার নারী বন্ধুদের সম্মানে। প্রিয় Gal বা তরুণ নারী বন্ধুর সঙ্গে সময় কাটানোর এই দিনটিকেই তাই ডাকা হয় গ্যালেনটাইনস ডে।

দিনটির প্রচলন নাটকের সেটে শুরু হলেও বাস্তব জীবনের নারীরাও একে গ্রহণ করেন। ফলে বিশ্বের বিভিন্ন দেশে পালন হতে শুরু করে কেবল নারী বন্ধুকে ভালোবাসা জানানোর দিন, গ্যালেনটাইনস ডে।

এটা কি কেবল অবিবাহিতদের জন্য?

না, গ্যালেনটাইনস ডে পালনের সঙ্গে বিবাহিত বা অবিবাহিত হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি প্রত্যেক নারী উদযাপন করতে পারেন, তার জন্য প্রয়োজন বিশেষ ভালোবাসার মেয়ে বন্ধু। প্রেমিক থাকা না থাকা কিংবা বিবাহিত হওয়ার সঙ্গে এই দিনটি পালনের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই।

তবে যে নারীরা ভ্যালেনটাইনস ডেতে একা থাকেন, তাদের জন্য গ্যালেনটাইনস ডে নিয়ে আসতে পারে আনন্দের বার্তা। এই দিনে তারা প্রিয় মেয়ে বন্ধুর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, নিজের ব্যথা-আনন্দ ভাগ করে নিতে পারেন, বন্ধুকে জানাতে পারেন ভালোবাসার কথা।

একা থাকার যে দুঃখ সেটিও তারা একে অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন।

কীভাবে পালন করবেন?

সাধারণ গ্যালেনটাইনস ডেতে প্রিয় মেয়ে বন্ধুর সঙ্গে দারুণ একটি ব্রাঞ্চ ডেটের আয়োজন করা হয়। ২০১০ পর্বের পার্কস অ্যান্ড রিক্রিয়েশনে কীভাবে দিনটি পালন করা হতো চলুন সেটাও জেনে নিই।

ওই টেলিভিশন শোতে লেসলি বলেন, 'প্রতি ১৩ ফেব্রুয়ারি আমি এবং আমার বন্ধুরা নিজেদের স্বামী বা ছেলেবন্ধুকে রেখে বেরিয়ে পড়তাম। তারপর আমরা জমকালো ব্রাঞ্চের আয়োজন করতাম। সেখানে নিজেদের মতো খাওয়া দাওয়া করতাম, আনন্দ করতাম, নিজেদের বন্ধুত্ব উদযাপন করতাম।'

প্রিয় নারী বন্ধুর সঙ্গে সময় কাটাতে আপনার উচ্চ মানের কোনো রেস্তোরাঁ খোঁজার দরকার নেই। আপনারা পছন্দসই যেকোনো রেস্তোরাঁয় বসতে পারেন, একসঙ্গে সিনেমা দেখতে পারেন, নিজেদের মধ্যে উপহার বিনিময় করতে পারেন। মোট কথা, নিজেদের মনে যা চায় তাই করতে পারেন। প্রিয় নারী বন্ধুকে ভালোবাসার কথা লিখে পাঠাতে পারেন কার্ড কিংবা এসএমএসও।

গ্যালেনটাইনস ডে উদযাপন এখন পর্যন্ত বেশ নতুন। তাই আপনি ও আপনার বন্ধুরা যেভাবে চান সেভাবেই দিনটি উদযাপন করতে পারেন, এর জন্য কোনো বাঁধাধরা নিয়ম নেই। আপনি প্রিয় বন্ধুটি যদি দূরে থাকেন তাহলে তার জন্য পাঠাতে পারেন উপহার, প্রিয় বই কিংবা নিজের যত্ন করার সামগ্রী। তাকে লিখতে পারেন চিঠি, সেখানে লেখা থাকবে তার প্রতি আপনার বিশুদ্ধ ভালোবাসার কথা। যে ভালোবাসা নিঃস্বার্থ, যে ভালোবাসা গভীর বন্ধুত্বের।

 

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

11h ago