এস এম সুলতানের শতবর্ষ উদযাপন কমিটি গঠন

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, আহ্বায়ক শিল্পী মনিরুল ইসলাম এবং সদস্যসচিব আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন।

দেশের প্রখ্যাত শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে দুই বছরব্যাপী আয়োজনের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দেশে-বিদেশে কীর্তিমান এই শিল্পীকে নিয়ে নানান অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়ন করবেন। 

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, আহ্বায়ক শিল্পী মনিরুল ইসলাম এবং সদস্যসচিব আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মশতবর্ষে সুলতান: জাতীয় ও আর্ন্তজাতিক উদযাপন কমিটিতে দেশের প্রথিযশা শিল্পী সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিল্প সমালোচক, আলোকচিত্রী, স্থপতি, চলচ্চিত্রকার, শিক্ষক, গবেষক, কবি, সাহিত্যিক, কিউরেটর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,  ছাত্র, শিল্পসংগঠক-সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৪০০ জনের সমন্বয়ে গঠন করা হয়েছে। 

সদস্যসচিব আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, এস এম সুলতান আমাদের গর্ব। গুণী এই শিল্পীর জীবন দর্শন ও শিল্প বাংলাদেশের অন্যন্য সম্পদ। এই কিংবদন্তিকে নিয়ে আগামী দুই বছর স্মারক বক্তৃতা, স্মৃতিসভা, প্রকাশনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কনসহ নানা আয়োজন থাকবে। আমরা চেষ্টা করব তার চিন্তা ও কাজের ধরন ছড়িয়ে দিতে। 

Comments

The Daily Star  | English
BNP call's hartal

BNP calls 48-hr blockade from Wednesday

BNP today announced a fresh 48-hour countrywide blockade from Wednesday morning

23m ago