ময়মনসিংহে আবুল মনসুর আহমদকে স্মরণ 

ছবি স্টার

'জীবন ও রাজনীতির রুপকার আবুল মনসুর আহমদ' শীর্ষক আলোচনা আজ (শুক্রবার) সকালে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ নগরীর চেতনা সংসদ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে ।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গল্পকার তাহমিনা রহমান। বীর মুক্তিযোদ্ধা বিমল পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী,  বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও গীতিকার কাজী আলমগীর, উদীচীর সভাপতি আতাউর রহমান, গীতিকার ও নাট্যকার আনন্দ সুপ্রিয় এবং প্রাবন্ধিক চাঁন মিয়া ফকির প্রমুখ ।
 
বক্তারা বলেন, আবুল মনসুর আহমদ জীবন সমগ্রকে ধারণ করেছেন বহুমাত্রিকভাবে। তিনি এই উপমহাদেশের অনন্য আদর্শিক রাজনীতিবিদ। বক্তারা আরও বলেন, তিনি সাহিত্যিক,সাংবাদিক ও রাজনীতিবিদ হিসেবে জীবন অনুশীলনের সকল মাধ্যমে মানুষের জীবন জিজ্ঞাসা,পিছিয়ে পড়া মানুষের সংগ্রাম ও আত্মজিজ্ঞাসা সাহসী শিল্পীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সূক্ষভাবে ফুটিয়ে তুলেছেন। সমাজের বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার মুখোশ উন্মোচন করেছেন। আমাদের সমাজ ও রাজনীতির বিনির্মাণে একজন আবুল মনসুর আহমদের আজ বড়বেশী প্রয়োজন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীক্ষণ আহবায়ক রফিকুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

4h ago