বাংলা একাডেমির নতুন মহাপরিচালক রশিদ আসকারী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীকে বাংলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান। এবং এই বিশ্ববিদায়লয়ের উপযাচার্যের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তার ১০টি গ্রন্থ ও ১২টি প্রবন্ধ প্রকাশনা রয়েছে। আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৯৯-২০০০) ছিলেন। তিনি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আজীবন সদস্য।

তিনি ১৯৬৫ সালের ১ জুলাই রংপুর জেলার মিঠাপুকুরের আসকারপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

Haunted by scars, still waiting for justice

Survivors of enforced disappearances broke down yesterday as they recalled the torture, humiliation, and threats they endured in secret detention centres.

10h ago