সাহিত্য মানে আমরা নিচে নেমে গেছি : বাংলা একাডেমির সভাপতি

বইবিষয়ক পত্রিকা 'এবং বই'র আয়োজনে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন ও সাংবাদিক কাজল রশীদ শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'এবং বই' সম্পাদক ফয়সাল আহমেদ।
এতে প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, বুক রিভিয়ের উদ্যাগ এটা একটা ভালো উদ্যোগ। যারা বই নিয়ে সমালোচনা লিখেন তাদের মনে রাখতে হবে এই ভাষায় বিদ্যাসাগর লিখেছেন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র লিখেছেন, বেগম রোকেয়া, এস ওয়াজেদ আলী লিখেছেন। তাদেরই উত্তরাধীকারী আমরা। কিন্তু সাহিত্য মানে আমরা নিচে নেমে গেছি। আমাদেরকে সৃজনচর্চায় উপরে ওঠতে হবে। যারা সমালোচনা লিখবেন তারা তাদের নিজস্ব মত অনুযায়ীই লিখবেন, কিন্তু অন্যদের মত বিবেচনায় রাখবেন।
লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, এখন যদি একটি সার্ভে হয় যে রবীন্দ্রনাথ-নজরুলের বই পড়েছি কিনা? প্রতি একশো জনে একজন পাওয়া যাবে। যদি বলি টলস্টয় পড়েছি কিনা? হয়তো এক হাজার জনে একজন পাওয়া যাবে। তরুণদের কথা বাদই দিলাম, আমি বয়স্কদের সঙ্গে আলাপ করে দেখেছি এই সময়ে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে, ইট-বালু-সিমেন্ট-কাঠ। এখানে বই, সিনেমা, গান, ছবির প্রদর্শনী কী হচ্ছে এসব নিয়ে কনসার্ন নেই কারো।
এই প্রতিযোগিতায় নির্ধারিত ছিল কথাসাহিত্যিক ও গবেষক আবদুর রউফ চৌধুরীর 'রবীন্দ্রনাথ: চির-নূতনেরে দিল ডাক', ও 'নজরুল : সৃজনের অন্দরমহল' নামের দুটো বই।
রিভিউয়ে অংশ নেওয়া সেরা দশজন বিজয়ীর হাতে প্রায় ৬০ হাজার টাকার পুরস্কার তুলে দেন অথিতিবৃন্দ। এর মধ্যে ছিল প্রথম পুরস্কার দুটি ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার দুটি ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার দুটি ৩ হাজার টাকা করে। এ ছাড়াও নির্বাচিত সেরা ৪ জনকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। নগদ অর্থমূল্যের সঙ্গে প্রথ্যেককে এক হাজার টাকা করে সমমূল্যের বই ও উত্তরীয় প্রদান করা হয়।
বিজয়ীরা হলেন, 'রবীন্দ্রনাথ: চির-নূতনেরে দিল ডাক' গ্রন্থে সুমন মজুমদার (প্রথম), পলাশ মজুমদার (দ্বিতীয়), কবীর আলমগীর (তৃতীয়), ইলিয়াস বাবর (বিশেষ) ও সিদ্দিকী হারুন (বিশেষ)। 'নজরুল : সৃজনের অন্দরমহল' গ্রন্থে নার্গিস সুলতানা (প্রথম), জাকিয়া সুলতানা (দ্বিতীয়), শাহাদাত মাহমুদ সিদ্দিকী (তৃতীয়), রাকিবুল রকি (বিশেষ) ও জোবায়ের মিলন (বিশেষ)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কথাশিল্পী মনি হায়দার, প্রকাশক হাসান তারেক, ঔপন্যাসিক মাসউদ আহমাদ, ভ্রমণ লেখক গাজী মনসুর আজিজ ও কবি মাজহার সরকার, প্রতিযোগিতায় অংশ নেওয়া পুরস্কারপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
Comments