আলোকচিত্রী গোলাম কাসেম ড্যাডির ২৫তম প্রয়াণদিবস আজ

ছবি: সংগৃহীত

উপমহাদেশের পথিকৃৎ আলোকচিত্রী হিসেবে পরিচিত গোলাম কাসেম ড্যাডির ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের আজকের দিনে ১০৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

গোলাম কাসেম ড্যাডিকে বাংলাদেশের ফটোগ্রাফির জনক বলা হয়। তার হাত ধরে পূর্ববঙ্গে ফটোগ্রাফির শিক্ষাচর্চা শুরু হয়। এছাড়া তিনি বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম আধুনিক ধারার ছোট গল্পলেখক হিসেবেও পরিচিত।

তিনি ১৯৫১ সালে ঢাকায় প্রথম আলোকচিত্রের স্কুল 'ট্রপিক্যাল ইনস্টিটিউট অব ফটোগ্রাফি' প্রতিষ্ঠা করেন। ১৯৬২ সালে প্রতিষ্ঠা করেন ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব। ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনফ্যানট্রি কোরের সদস্য হিসেবে তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে গ্লাস প্লেট নেগেটিভে যুদ্ধের দুর্লভ আলোকচিত্র ধারণ করেন। 

তিনি ১৯৭৭ সালে নাসিরউদ্দীন স্বর্ণপদক পান। ফটোগ্রাফিতে বিশেষ অবদানের জন্য ২০০৪ সালে তৃতীয় আন্তর্জাতিক ছবি মেলায় তাকে আজীবন সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। ১৯৮৬ সালে পান সিনেসিক ও সিপিএস পদক। ১৯৮৮ সালে 'ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স বাংলাদেশ' এর আন্তর্জাতিক স্যালোনে গোলাম কাসেম ড্যাডির নামে পদক প্রবর্তন করা হয়। দৃক প্রতি বছর তার নামে স্মারক বক্তৃতার আয়োজন করে। তিনি বিপিএস এবং ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক কাউন্সিলের সম্মানিত ফেলো।

গোলাম কাসেম ড্যাডির প্রয়াণদিবসে আজ বিকাল ৬টায় রাজধানীর কাটাবন পাঠক সমাবেশে সাহাদাত পারভেজ সম্পাদিত 'ড্যাডিসমগ্র' নিয়ে আলোচনা হবে।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

3h ago