চীনে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহত ১৭

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় চাংচুনে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মুখে মাস্ক পরে একজন নারী চীনের একটি রেস্টুরেন্টে কাজ করছেন। প্রতীকী ছবি। এএফপি ফাইল ছবি

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় চাংচুনে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

আজ বুধবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিকেল ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জিলিন প্রদেশের একটি রাস্তার পাশে রেস্টুরেন্টটি থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্টুরেন্টের মালিককে আটক করা হয়েছে।

চীনের ইর্মাজেন্সি ম্যানেজমেন্ট মিনিস্ট্রি আগুন লাগার কারণ তদন্তের নির্দেশ দিয়েছে এবং ঘটনাস্থলে একটি ওয়ার্কিং টিম পাঠিয়েছে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর হুনান প্রদেশের রাজধানী চাংশা শহরের একটি ৪২ তলা ভবনে আগুন লাগার পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Comments