চীনের জিনজিয়াং প্রদেশের আবাসিক ভবনে আগুন, নিহত ১০

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বৃহস্পতিবার রাতে প্রাদেশিক রাজধানী উরুমকিতে অবস্থিত ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

প্রথমে ভবনের ১৫ তলায় আগুন লাগে। সেখান থেকে ১৭ তলা পর্যন্ত আগুনের শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, ২১ তলা পর্যন্ত আগুনের ধোঁয়া পৌঁছে যায়। দমকল বাহিনীর আগুন নেভাতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে বিষাক্ত ধোঁয়া প্রবেশের কারণে হতাহতের ঘটনা ঘটেছে। যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারা সবাই সুস্থ হয়ে ওঠবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদী। প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ১৫ তলার একটি অ্যাপার্টমেন্টের শয়ন কক্ষে রাখা একটি মাল্টিপ্লাগে আগুনের স্ফুলিঙ্গ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সাম্প্রতিক সময়ে চীনে পুরনো হয়ে যাওয়া অবকাঠামো, নিরাপত্তা সম্পর্কে সচেতনতার অভাব ও কিছু কিছু ক্ষেত্রে সরকারের দুর্নিতির কারনে বেশ কিছু অগ্নি-দূর্ঘটনা, বিস্ফোরণ ও দালান ভেঙ্গে পড়ার ঘটনা ঘটেছে।  

এই দুর্ঘটনার অল্প কয়েকদিন আগে সোমবার চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি রাসায়নিক কারখানার আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।

 

Comments