প্রতিদিনের করোনার তথ্য প্রকাশ বন্ধ করছে চীনের এনএইচসি

করোনা
চীনে করোনার বিস্তারের মধ্যে সাংহাইয়ে এক সৎকার প্রতিষ্ঠানের সামনে পিপিই পরা মানুষ। ২৪ ডিসেম্বর ২০২২। ছবি: রয়টার্স

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) প্রতিদিনের করোনার তথ্য প্রকাশ বন্ধ করতে যাচ্ছে। গত ৩ বছর ধরে প্রতিষ্ঠানটি নিয়মিত করোনার তথ্য প্রকাশ করে আসছিল।

আজ রোববার থেকে প্রতিষ্ঠানটি করোনার তথ্য আর প্রকাশ করবে না।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, এনএইচসির বার্তায় বলা হয়েছে, 'এখন থেকে করোনা সংক্রান্ত তথ্য প্রকাশ করবে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।'

তবে এর কারণ বার্তায় উল্লেখ করা হয়নি। এ ছাড়াও, সিডিসি কবে নাগাদ করোনার হালনাগাদ তথ্য প্রকাশ করবে তাও এতে জানানো হয়নি।

আজ চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, করোনার বিস্তারের পর এবার চীনে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই বড়দিন উদযাপন করা হচ্ছে।

তবে দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের এক রেস্তোরাঁর মালিক ঝু ঝেংরং সংবাদামধ্যমটিকে বলেছেন, 'শহরে করোনার বিস্তার বেড়ে যাওয়ায় মানুষ বাইরে খেতে বের হচ্ছেন না।'

'এমন কঠিন পরিস্থিতিতে খাবারের ব্যবসা চালিয়ে যাওয়া খুবই কঠিন। তবে আশা করছি, বড়দিন উদযাপন করতে তরুণরা বের হবেন,' যোগ করেন তিনি।

গতকাল চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, চীনের বেশ কয়েকটি অঞ্চলে করোনার বিস্তার ঘটায় সেখানকার স্থানীয় সরকারগুলো তা মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিচ্ছে।

গত শুক্রবার ব্লুমবার্গ নিউজ ও ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়ে চীনে চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে অন্তত ২৫০ কোটি মানুষের করোনা শনাক্ত হয়েছে। তবে, সিএনএন এ হিসাব যাচাই করতে পারেনি।

Comments

The Daily Star  | English

Ducsu: From student union to shaping Bangladesh’s politics

From Language Movement to anti-Ershad protests, Dhaka University’s student body left a lasting mark on national history

1h ago