হেরিটেজ স্বীকৃতি পাচ্ছে প্রাচীন গাছ

ভবন ও সৌধের মতো এবার ঐতিহ্যের অংশ হতে চলেছে গাছ৷ পুরোনো গাছকে হেরিটেজ ঘোষণা করার সিদ্ধান্ত ভারতের পশ্চিমবঙ্গ সরকারের৷ গাছ সংরক্ষণের সঙ্গে সঙ্গে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এর লক্ষ্য৷
পশ্চিমবঙ্গ গাছ
ছবি: পায়েল সামন্ত/ডয়চে ভেলে

ভবন ও সৌধের মতো এবার ঐতিহ্যের অংশ হতে চলেছে গাছ৷ পুরোনো গাছকে হেরিটেজ ঘোষণা করার সিদ্ধান্ত ভারতের পশ্চিমবঙ্গ সরকারের৷ গাছ সংরক্ষণের সঙ্গে সঙ্গে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এর লক্ষ্য৷

আধুনিক শহর-নগরের আনাচেকানাচে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক প্রাচীন ভবন৷ কালের নিয়মে ধ্বংসের মুখে থাকা সেই ভবনগুলির একাংশের সংরক্ষণের ব্যবস্থা হয়েছে৷ এমনই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বহু প্রাচীন গাছ৷ এই গাছগুলি অনাদরে, অলক্ষ্যে থেকে যায়৷ কখনো মানুষের হাতে কাটা পড়ে৷ এই পরিস্থিতি বদলাতে নয়া উদ্যোগ রাজ্যের৷

পরিবেশ দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ জীববৈচিত্র পর্ষদ গাছকে হেরিটেজ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে৷ শুধু কলকাতা নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও পুরোনো গাছকে বেছে ঐতিহ্যশালী তকমা দেওয়া হবে৷ এই লক্ষ্যে জেলা প্রশাসনকে চিঠি পাঠাচ্ছে পর্ষদ৷ তাদের পরিকল্পনা অনুযায়ী, গাছ চিহ্নিত করে তার চারপাশ ঘিরে দেওয়া হবে৷ সেই গাছের গায়ে হেরিটেজ গাছ সংক্রান্ত বিজ্ঞপ্তি থাকবে যাতে বোঝা যায় এটিকে পর্ষদ স্বীকৃতি দিয়েছে৷

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জীববৈচিত্র পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান অশোককান্তি সান্যাল৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, 'অনেক গাছই পুরোনো হওয়ায় ভঙ্গুর অবস্থায় রয়েছে৷ সেগুলিকে হেরিটেজ ঘোষণা করলে সংরক্ষণ করার ক্ষেত্রে সুবিধা হবে৷ আইনি রক্ষাকবচ থাকবে যার সাহায্যে গাছ কাটার মতো পদক্ষেপ নেওয়া যাবে না৷'

বট, অশ্বত্থ, অর্জুন, নিম, মেহগনি, পাকুড়, শিরিষ-সহ বিভিন্ন বড় গাছ যেগুলির বয়স ১০০ বছরের বেশি, সেগুলিকে হেরিটেজ তকমা দেওয়া হবে৷ সরকারি প্রতিষ্ঠান যেমন বিভিন্ন দপ্তর, বিধানসভা, আদালত, রাজভবন ছাড়াও উদ্যান বা ক্লাবে থাকা পুরনো গাছগুলির যথাযথ সংরক্ষণ হয়৷ কিন্তু তার বাইরে পথের পাশে, মাঠ বা জলাশয়ের ধারে যে অজস্র প্রাচীন গাছ রয়েছে৷

ঘেরাটোপের বাইরে থাকা গাছগুলির জন্য কোনো প্রহরা নেই৷ এর মধ্যে অন্যতম কলকাতা ময়দান৷ সবুজে ঘেরা এই জায়গা মহানগরীর ফুসফুস৷ শহরের প্রাণকেন্দ্র হওয়ায় এখানকার গাছে কোপ পড়ে না বটে, কিন্তু তার বাইরে যে অসংখ্য বড় গাছ ছড়িয়ে রয়েছে, সেগুলি অরক্ষিত থেকে যায়৷ এই গাছগুলি সহজেই কাটা পড়ে, কিন্তু তাতে কোনো শোরগোল পড়ে না৷

সাম্প্রতিক কালে এর সবচেয়ে বড় নমুনা মিলেছে যশোর রোডে৷ এই দীর্ঘ সড়কের দুধারে অনেক পুরনো, বড় গাছ রয়েছে৷ রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটার প্রয়োজন হয়ে পড়ে৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয়রা৷ গড়ে ওঠে যশোর রোড গাছ বাঁচাও কমিটি৷ এই সংগঠনও দাবি করেছে, পুরনো গাছগুলিকে হেরিটেজ ঘোষণা করতে হবে৷

ধাপে ধাপে হেরিটেজ ঘোষণার কাজ চালাবে জীববৈচিত্র পর্ষদ৷ প্রথম পর্যায়ে কলকাতার ৫০টি গাছকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হবে৷ রাজ্যের ৩৪২টি ব্লকের প্রতিটিতে একটি করে গাছকে ঐতিহ্যশালী তকমা দেওয়ার পরিকল্পনা রয়েছে৷ আগামী বছর বর্ষাকালের আগে গোটা প্রক্রিয়া শেষ করতে চায় পরিবেশ দপ্তর৷

পর্ষদের সিদ্ধান্ত নিয়ে আশাবাদী 'কলকাতা হেরিটেজ ওয়াক'-এর যুগ্ম প্রতিষ্ঠাতা তথাগত নিয়োগী৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, 'পুরোনো গাছ শহরের ইতিহাসেরই অংশ, একে অবশ্যই হেরিটেজ স্বীকৃতি দেওয়া উচিত৷ কিন্তু শুধু তকমা দিলেই হবে না, মানুষকে সচেতন করতে হবে৷ নইলে এই উদ্যোগ কাজে আসবে না৷'

বিদেশে গাছকে হেরিটেজ ঘোষণার নজির আছে৷ গাছের প্রাচীনতার সঙ্গে কাণ্ডের বেড়, ছায়া দেওয়া ছাতার মতো ডালপালার বিস্তার থেকে বাস্তুতন্ত্রের প্রয়োজন, এ সব দিক মাথায় রাখেন বিশেষজ্ঞরা৷ কিন্তু হেরিটেজ ঘোষণা হলেই গাছ রক্ষা পাবে, এ নিশ্চয়তা কোথায়?

এই দৃষ্টিকোণ থেকেই খুব একটা আশার আলো দেখছেন না পরিবেশকর্মী নব দত্ত৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, 'কোথাও গাছ কাটার খবর পরিবেশ দপ্তরকে দেওয়া হলে তারা বলে এটা তাদের দেখার বিষয় নয়৷ পুরসভা, বন দপ্তর দেখবে৷ এই যদি মনোভাব হয় তা হলে নিয়ম করে কী হবে?৷'

তার মতো পরিবেশবান্ধব জনতাও মনে করছে, শুধু নিয়ম করলেই হবে না৷ নিয়ম ভাঙা হলে আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে৷ তবেই থাকবে গাছ, বাঁচবে পরিবেশ, হারাবে না ইতিহাসও৷

Comments

The Daily Star  | English
IMF lowers Bangladesh’s economic growth

IMF calls for smaller budget amid low revenue receipts

The IMF mission suggested that the upcoming budget, which will be unveiled in the first week of June, should be smaller than the projection, citing a low revenue collection, according to a number of finance ministry officials who attended the meeting.

37m ago