পুনে-বেঙ্গালুরু মহাসড়কে দুর্ঘটনায় আহত অন্তত ৩০, ক্ষতিগ্রস্ত ৪৮ গাড়ি
ভারতের পুনে রাজ্যের নাভালে সেতুর ওপর একটি তেল বহনকারী ট্যাংকার নিয়ন্ত্রণ হারালে অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন এবং ৪৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে বলে আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
পুনের দমকল বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এতে বলা হয়েছে, 'পুনে-বেঙ্গালুরু মহাসড়কে অবস্থিত নাভালে সেতুর ওপর ঘটা দুর্ঘটনায় প্রায় ৪৮টি পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনে দমকল বাহিনী ও মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটির (পিএমআরডিএ) উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান।'
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সড়কে একটি তেলের ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি যানবাহনকে আঘাত করে। স্থানীয় সময় আনুমানিক রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্যাংকার থেকে তেল সড়কে ছড়িয়ে পড়ায় অন্যান্য গাড়িও দুর্ঘটনার মুখে পড়ে। সবমিলিয়ে এতে অন্তত ৩০ জন আহত হন।
দুর্ঘটনার ফলে মুম্বাই যাওয়ার সড়কের ওপর ২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনডিটিভির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নাভালে সেতু একটি দুর্ঘটনা-প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। গত শুক্রবার ওই সেতুর ওপর দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক নারী নিহত হন।
Comments