গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় নবজাতকসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ১৯ দিন বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

আজ মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার খলসী এলাকায় ভুট্টাবোঝায় ট্রাক পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আতিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক ও অটোরিকশা গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটিকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল অটোরিকশাটি। সে সময় অটোরিকশার বাম পাশের চাকা খুলে গিয়েছিল।

নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৫৫), একই উপজেলার চাপড়াপাড়া গ্রামের নূরনবী মন্ডল (৫৫) ও দাড়িদহ বাজার এলাকার মো. পরাগের (২০) ১৯ দিন বয়সী ছেলে মো. রাফী।

দুর্ঘটনায় পরাগ ও স্ত্রী রুপালী (১৯) আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাহাদ আল আসাদ ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার পর ১৯ দিন বয়সী একটি শিশু ও এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।'

'আহত আরও সাত-আটজন আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের অধিকাংশের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে,' বলেন তিনি।

নূরনবীর এক আত্মীয় ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, তারা ঘটনাস্থল থেকে (নূরনবীর) মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।'

'ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন,' বলেন বুলবুল।

Comments

The Daily Star  | English

'Peace or War': China's Xi hosts massive military parade with Putin and Kim

The lavish event to mark 80 years since Japan's defeat at the end of World War Two

2h ago