নাক দিয়ে নেওয়া করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত

ভারতের উদ্ভাবিত নাক দিয়ে নেওয়া (ইন্ট্রা-ন্যাজাল) করোনার ভ্যাকসিনের সীমিত ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।
ছবি: সংগৃহীত

ভারতের উদ্ভাবিত নাক দিয়ে নেওয়া (ইন্ট্রা-ন্যাজাল) করোনার ভ্যাকসিনের সীমিত ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে।

ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল) এই ভ্যাকসিনটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি এর আগে ভারতের প্রথম দেশীয় করোনার ভ্যাকসিনও তৈরি করে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, ইন্ট্রা-ন্যাজাল ভ্যাকসিনটি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে সফল হয়েছে। তৃতীয় পর্যায়ের ভ্যাকসিনটি ৩ হাজার ১০০ জনের ওপর পরীক্ষা চালানো হয়েছিল।

Comments