‘পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সূর্যকুমার এখনও কার্যকর হতে পারেননি’

Suryakumar Yadav

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি সংস্করণে সময়ের সেরা তারকাদের মধ্যে অন্যতম। এখন পর্যন্ত প্রায় সব প্রতিপক্ষের বিপক্ষেই তিনি দাপটের সঙ্গে রান তুলেছেন। ৮৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬৭.০৭ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৫৯৮ রান। বয়স ৩৫ ছুঁইছুঁই ব্যাটারের নামের পাশে রয়েছে চারটি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি।

আসন্ন এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, যা অধিনায়ক হিসেবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। তবে সাবেক পাকিস্তানি ব্যাটার ও বর্তমানে ধারাভাষ্যকার বাজিদ খান মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে এখনও কার্যকর হতে পারেননি সূর্যকুমার। তবে ভারতীয়রা মনে-প্রাণে চাইবে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আট দলের টুর্নামেন্টে সেই ধারা যেন ভেঙে যায়।

পাকিস্তানের বিপক্ষে খেলা পাঁচটি টি-টোয়েন্টিতে স্রেফ ১২.৮০ গড় ও ১১৮.৫১ স্ট্রাইক রেটে সূর্যকুমারের রান মোটে ৬৪। সর্বোচ্চ ১৮ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন দুবাইয়ে, ২০২২ সালের এশিয়া কাপে।

নিজ দেশের সংবাদমাধ্যম পিটিভি স্পোর্টসকে বাজিদ বলেছেন, 'সূর্যকুমার প্রায় সবার বিপক্ষেই রান করেন। কিন্তু কোনোভাবে পাকিস্তানের বিপক্ষে তিনি এখনও কার্যকর হতে পারেননি। সেটা কি পেস আক্রমণের কারণে, নাকি অন্য কোনো কারণে— এই প্রশ্ন রয়ে গেছে।'

ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে তারকাখ্যাতির কোনো কমতি নেই। সূর্যকুমারের পাশাপাশি রয়েছে শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও সঞ্জু স্যামসনের মতো পরীক্ষিত পারফর্মাররা। তবে বাজিদের মতে, রোহিত শর্মা ও বিরাট কোহলির অভাব টের পাবে ভারত। গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই সংস্করণ থেকে অবসরে যান তারা। 

বাজিদ বলেছেন, 'দেখুন, এরা (বর্তমান স্কোয়াডের) সবাই উচ্চ মানের খেলোয়াড়। এখানে এমন কেউই নেই, যার সম্পর্কে বলা যায় যে, সে ওই মানের নন। কিন্তু কোহলি ও রোহিত যে তাড়না খেলায় নিয়ে আসতেন, সেটা ভারত নিশ্চিতভাবেই মিস করবে।'

টি-টোয়েন্টি সংস্করণের এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।  'এ' গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে আছে স্বাগতিক আরব আমিরাত ও ওমান। রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে গত এক দশকের বেশি সময় ধরে কেবল আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি হবে আগামী ১৪ সেপ্টেম্বর।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

4h ago