কর্ণাটকে আইফোন তৈরি হবে আগামী এপ্রিল থেকে

কর্ণাটক রাজ্য সরকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পের মাধ্যমে অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
মুম্বাইয়ের অ্যাপল স্টোর। ছবি: অ্যাপল ডট কম
মুম্বাইয়ের অ্যাপল স্টোর। ছবি: অ্যাপল ডট কম

অ্যাপলের শীর্ষ সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন আগামী বছরের এপ্রিল থেকে ভারতের কর্ণাটক রাজ্যে আইফোন তৈরি করবে।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

কর্ণাটক রাজ্য সরকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পের মাধ্যমে অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

এতে আরও বলা হয়, তাইওয়ানভিত্তিক ফক্সকন অ্যাপলের ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম।

২০১৭ সাল থেকে এই প্রতিষ্ঠানটি আইফোনের পুরনো ভার্সনগুলো কর্ণাটকের প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে তৈরি করে আসছে।

গত মাসে প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে, তারা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কাছে ১৩ মিলিয়ন বর্গফুট জমি কিনেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, নতুন কারখানার জন্য ফক্সকন ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

গতকাল কর্ণাটক সরকার জানিয়েছে, প্রকল্পটির মূল্য ১ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

আগামী ১ জুলাইয়ের মধ্যে কারখানার জন্য প্রতিষ্ঠানটির কাছে জমি হস্তান্তর করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের কারখানায় ফক্সকন প্রতি বছর ২০ মিলিয়ন আইফোন তৈরি করবে।

প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্য লড়াইয়ের প্রেক্ষাপটে আইফোনের সরবরাহ ব্যবস্থা চীন থেকে সরিয়ে নেওয়ার অংশ হিসেবে অ্যাপল ভারতে কারখানা খোলার সিদ্ধান্ত নেয়।

বর্তমানে অ্যাপলের অধিকাংশ ফোন চীনে তৈরি হয়। ভারতে কয়েকটি ভার্সনের আইফোন সংযোজন করা হয়।

ভারতের বাজার দক্ষিণ কোরীয় ও চীনা ফোনের দখলে থাকায় সেখানে ক্রেতা পেতে অ্যাপলকে বেশ বেগ পেতে হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত এপ্রিলে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ভারতে ২টি অ্যাপল স্টোর উদ্বোধন করেন।

Comments