উত্তর প্রদেশে স্কুলবাস-এসইউভি সংঘর্ষে নিহত ৬

পুলিশ জানায়, বাসটি উল্টো ধেয়ে আসলে এসইউভির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আজ সকালে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যের গাজিয়াবাদে একটি স্কুলবাস ভুল লেনে চলে একটি এসইউভিকে ধাক্কা দিলে এসইউভির ৮ যাত্রীর মধ্যে ৬ জন নিহত হন। ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যের গাজিয়াবাদে একটি স্কুলবাস ভুল লেনে চলে একটি এসইউভিকে ধাক্কা দিলে এসইউভির ৮ যাত্রীর মধ্যে ৬ জন নিহত হন। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যের গাজিয়াবাদে একটি স্কুলবাস ভুল লেনে চলে একটি এসইউভিকে ধাক্কা দিলে এসইউভির ৮ যাত্রীর মধ্যে ৬ জন নিহত হন।

আজ মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বাসটি উল্টো ধেয়ে আসলে এসইউভির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আজ সকালে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই এসইউভির যাত্রী। তারা গুরগাঁওর উদ্দেশে যাত্রা করছিলেন।  নিহতদের মধ্যে ২ জন শিশুও ছিল বলে জানা গেছে।

বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনা স্থলে কর্মরত এক ট্রাফিক পুলিশ জানান, বাসটি ভুল লেনে প্রায় ৯ কিলোমিটার পথ চলার পর এসইউভিটিকে ধাক্কা দেয়।

'চালকই এই দুর্ঘটনার জন্য দায়ী', যোগ করেন তিনি।

গাজিয়াবাদের পুলিশের উপকমিশনার দেহাত শুভাম প্যাটেল বলেন, 'যাত্রীদের ৮ জনের মধ্যে ৬ জন নিহত হয়েছেন ও অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

কর্মকর্তারা জানান, 'সংঘর্ষের মাত্রা এতো শক্তিশালী ছিল যে গাড়ির দরজা না কেটে মরদেহ বের করে আনা সম্ভব হয়নি।'

তিনি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Comments