জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ বৈধ, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের নির্দেশ

নয়াদিল্লিতে ভারতের সুপ্রিম কোর্ট। ফাইল ছবি: রয়টার্স
নয়াদিল্লিতে ভারতের সুপ্রিম কোর্ট। ফাইল ছবি: রয়টার্স

ভারতের সুপ্রিম কোর্ট আজ দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের সিদ্ধান্ত বহাল রেখেছে। এই অনুচ্ছেদের মাধ্যমে জম্মু-কাশ্মীর বিশেষ সুবিধা পেত। এই রায়ের ফলে চার বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের নেওয়া সিদ্ধান্ত বৈধতা পেয়েছে।

দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা এই তথ্য জানান।

তিনি আরও জানান, দেশটির সর্বোচ্চ আদালত একইসঙ্গে নির্বাচন কমিশনকে ২০২৪ এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ সোমবার এই রায় দেন। এসময় তিনি বলেন, 'রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতার ব্যবহারে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের উদ্যোগকে এই আদালত বৈধ হিসেবে বিবেচনা কড়ছে।'

আদালতের বেঞ্চ একইসঙ্গে জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়। ২০১৯ এর আগস্টে ৩৭০ অনুচ্ছেদ খারিজের পর থেকে এটি একটি কেন্দ্র-শাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয়েছে।

 

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in FDI in the fiscal year 2024-25, with net inflows reaching $1.71 billion

10m ago