সালমান খানের বাড়ির সামনে গুলি: বিষ্ণোই গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

ঈদের দিন বাড়ির সামনে জমায়েত হওয়া ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন সালমান খান। ছবি: এএফপি (১১ এপ্রিল, ২০২৪)
ঈদের দিন বাড়ির সামনে জমায়েত হওয়া ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন সালমান খান। ছবি: এএফপি (১১ এপ্রিল, ২০২৪)

বলিউড তারকা সালমান খানের বাড়ির সামনে ফাঁকা গুলি ছোড়ার অপরাধে মুম্বাই পুলিশ কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার পুলিশের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভিকি সাহাব গুপ্তা ও সাগর শ্রীযোগেন্দ্র পাল নামে দুই ব্যক্তিকে সোমবার সন্ধ্যায় গুজরাটের ভুজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুইজনই বিহারের বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে ভুজের একটি মন্দির থেকে গ্রেপ্তার করে। তারা সেখানে লুকিয়ে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

রোববার ভোর পাঁচটার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'র বাইরে পরপর বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেল করে এসে দুষ্কৃতকারীরা কয়েক রাউন্ড গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন গুলি চলার সময় সালমান বাড়িতেই ছিলেন।

সিসিটিভির ফুটেজে তাদের মাথায় টুপি ও কাঁধে ব্যাকপ্যাক দেখা যায়। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, তারা সালমানের বাড়ির দিকে ফাঁকা গুলি ছুড়ছেন।

সালমানের বাড়ির সামনে গুলি ছুড়ে পালিয়ে যাচ্ছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। ছবি: স্টেটসম্যান
সালমানের বাড়ির সামনে গুলি ছুড়ে পালিয়ে যাচ্ছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। ছবি: স্টেটসম্যান

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা রায়গড় জেলা থেকে একটি পুরনো বাইক কেনেন। সেই বাইক নিয়ে পানভেল থেকে মুম্বাই আসেন। তারা সেখানে বাড়ি ভাড়া করে এক মাস বসবাস করেন।

পুলিশের সূত্ররা আরও জানিয়েছেন, উভয় ব্যক্তি কুখ্যাত লরেন্স বিষ্ণোই অপরাধী চক্রের সদস্য। দলের নেতা লরেন্স বর্তমানে তিহার কারাগারে আটক আছেন। তার বিরুদ্ধে বেশ কিছু হত্যা মামলার বিচার চলছে, যার মধ্যে আছে গায়ক সিধু মুসেওয়ালা ও রাজপুত নেতা সুখদেব সিং গোগামেদির হত্যাকাণ্ড।

এর আগে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। কুখ্যাত অপরাধী লরেন্স নিজেই সালমানকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

সালমানের বাসভবনের বাইরে গুলির ঘটনার দায় নিয়েছেন আনমোল বিষ্ণোই। সালমান খানকে হুশিয়ারি দিয়ে লরেন্সের ভাই আনমোল এক অনলাইন পোস্টে জানান, আগামীতে যা ঘটতে যাচ্ছে, এটা তার একটি 'পূর্বাভাষ' মাত্র।

সালমানের বাড়ির সামনে গুলির ঘটনার পর ফরেনসিক সূত্র সংগ্রহ করছেন কর্মকর্তারা। ছবি: স্টেটসম্যান
সালমানের বাড়ির সামনে গুলির ঘটনার পর ফরেনসিক সূত্র সংগ্রহ করছেন কর্মকর্তারা। ছবি: স্টেটসম্যান

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সালমান খানের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। 

এ ঘটনার পর সালমান খানের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যসংখ্যা বাড়িয়েছে পুলিশ। সালমান খানকে অনুরোধ করা হয়েছে তিনি যেন তার বাসভবন থেকে বের হওয়ার আগে মুম্বাই পুলিশকে বিষয়টি জানান। এছাড়াও, আপাতত খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাকে বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

3h ago