হত্যার হুমকি: আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেলেন সালমান খান

বলিউডের অভিনেতা সালমান খানকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের লাইসেন্স দেওয়া হয়েছে। সম্প্রতি প্রাণনাশের হুমকিসহ চিঠি পাওয়ার পর আত্মরক্ষার্থে সালমান এই লাইসেন্সের জন্য আবেদন জানান।
বলিউডের অভিনেতা সালমান খানকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের লাইসেন্স দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
বলিউডের অভিনেতা সালমান খানকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের লাইসেন্স দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেতা সালমান খানকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের লাইসেন্স দেওয়া হয়েছে। সম্প্রতি প্রাণনাশের হুমকিসহ চিঠি পাওয়ার পর আত্মরক্ষার্থে সালমান এই লাইসেন্সের জন্য আবেদন জানান।

আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মুম্বাই পুলিশ।

দর্শকনন্দিত অভিনেতা সালমান। ছবি: সংগৃহীত
দর্শকনন্দিত অভিনেতা সালমান। ছবি: সংগৃহীত

সম্প্রতি সালমান খান ও তার পিতা সেলিম খান একটি চিঠি পান, যেখানে হুমকি দেওয়া হয় পিতা-পুত্রকে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ভাগ্য বরণ করতে হবে।

উল্লেখ্য মে মাসে হত্যা করা হয় সিধু মুসেওয়ালাকে।  

এ ঘটনার পর পেশায় চিত্রনাট্য লেখক সেলিম খান, সালমান খান ও তাদের পরিবারের সব সদস্যের নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, অপরাধী দল লরেন্স বিষ্ণোই গ্যাং বলিউডের তারকাদের কাছ থেকে চাঁদা আদায় করতে চেয়েছিল। এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে কর্মকর্তারা মন্তব্য করেন।

সালমান খান ২২ জুলাই মুম্বাইয়ের পুলিশ কমিশনার ভিভেক ফাসাঁলকারের কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন।

দাবাং ছবিতে সালমান খান। ছবি: সংগৃহীত
দাবাং ছবিতে সালমান খান। ছবি: সংগৃহীত

সালমান খানের আইনজীবী এইচ সারাসওয়াতও চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছেন। সারাসওয়াতকে পাঠানো চিঠিতেও হুমকি দিয়ে বলা হয়, তিনি সিধু মুসেওয়ালার ভাগ্য বরণ করবেন।

চিঠিতে লরেন্স বিষ্ণোই ও আরেক শীর্ষ অপরাধী গোল্ডি ব্রারের নামের আদ্যাক্ষর ছিল।

পূর্ব যোধপুর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজিম আলি বলেন, 'তাকে (সালমান) নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা বিষয়টির তদন্ত করছি।'

 

Comments