গুজরাটে গেমিং জোনে আগুন: মৃত্যু বেড়ে ৩২

গেমিং জোনের মালিক ও ম্যানেজারকে আটক করেছে পুলিশ
ভারতের গুজরাটে গতকাল একটি গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: রয়টার্স

ভারতের গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নয় শিশুসহ অন্তত ৩২ জন মারা গেছেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এনডিটিভি।

গতকাল শনিবার টিআরপি গেমিং জোনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছুটির দিনে গেমিং জোনটিতে অনেক শিশু-কিশোর ছিল বলে জানা গেছে।

আজ রোববার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ নেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক প্যাটেল বলেছেন, যারা আগুনে পুড়ে গেছেন তাদের মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বিশেষ তদন্তকারী দলকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আগুনের ঘটনায় টিআরপি গেমিং জোনের মালিক ও ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

গুজরাট পুলিশ রাজ্যের সব গেমিং জোন পরিদর্শন ও অগ্নিনিরাপত্তার অনুমতি ছাড়াই যেগুলো চলছে তা বন্ধের নির্দেশ দিয়েছে।

Comments