মোদির সঙ্গে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার যে সদস্যরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মন্ত্রিসভার অন্যরা। ছবি: এএফপি

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি।

রোববার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে শপথ অনুষ্ঠানের আয়োজন হয়।

একই অনুষ্ঠানে মোদির সঙ্গে শপথ নিয়েছেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও। তাদের শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোদির এবারের মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণ মন্ত্রী ও ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন। আর দপ্তরবিহীন প্রতিমন্ত্রী পাঁচজন।

মোদির নতুন মন্ত্রিসভার ৩০ মন্ত্রী হলেন—রাজনাথ সিং, অমিত শাহ, নীতীন গড়কারি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঞ্জি, রাজীব রঞ্জন সিং, সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, কে রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বিষ্ণু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হরদীপ সিং পুরি, মনসুখ মান্ডাভিয়া, জি কিষান রেড্ডি, চিরাগ পাসওয়ান ও সিআর পেটেল।

৩৬ জন প্রতিমন্ত্রী হলেন—জিতিন প্রসাদা, শ্রীপাদ নায়েক, পঙ্কজ চৌধুরী, কৃষাণ পাল গুর্জর, রামদাস আটওয়ালে, রাম নাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমান্না, ডা. চন্দ্র সেখর পেমমাসানি, এসপি সিং বাঘেল, শোভা করন্দলাজে, কীর্তি বর্ধন সিং, বিএল ভার্মা, শান্তনু ঠাকুর, সুরেশ গোপী, এল মুরুগান, অজয় তমটা, বন্দি সঞ্জয় কুমার, কমলেশ পাসোয়ান, ভগিরথ চৌধুরী, সতীশ চন্দ্র দুবে, সঞ্জয় শেঠ, রবনীত সিং বিট্টু, দুর্গা দাস উইকে, রক্ষা খাডসে, সুকান্ত মজুমদার, সাবিত্রী ঠাকুর, তোখন সাহু, রাজভূষণ চৌধুরী, ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন জয়ন্তীভাই বামহানিয়া, মুরলিধর মহল, জর্জ কুরিয়ান ও পবিত্র মার্গারিটা।

আর দপ্তরবিহীন পাঁচ প্রতিমন্ত্রীর নাম—রাও ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপরাও গণপতরাও যাদব ও জয়ন্ত চৌধুরী।

দিল্লির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে ও সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফসহ দেশি-বিদেশি অনেক অতিথি।

Comments

The Daily Star  | English

UN eyes major overhaul amid funding crisis, internal memo shows

It terms "suggestions" that would consolidate dozens of UN agencies into four primary departments: peace and security, humanitarian affairs, sustainable development, and human rights.

1h ago