মধ্য জাপানে টাইফুনের আঘাতে নিহত ২
শনিবার মধ্য জাপানে টাইফুনের আঘাতে ২ জন নিহত হয়েছেন এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। কিয়োডো নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শিজুওকা শহরে বিশেষভাবে আঘাত হেনেছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে রেকর্ড ৪১৭ মিলিমিটার (১৬.৪২ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।
কিয়োডো জানিয়েছে, টাইফুনের কেন্দ্রস্থলে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) বেগে বাতাস বইছে, প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল প্রতি ঘণ্টা) বেগে ঝড়ো হাওয়া বইছে। ৪০ বছর বয়সী এক ব্যক্তি ভূমিধসে নিহত হয়েছেন এবং ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে তার ডুবে যাওয়া গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
চুবু ইলেকট্রিক পাওয়ার গ্রিড কোম্পানি জানিয়েছে, ভূমিধসে ২টি বিদ্যুতের পাইলনের ওপর আঘাত হেনেছে। ফলে, প্রায় ১ লাখ ২০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সংস্থাটি টুইট করেছে, এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। ভূমিধ্বসের কারণে বিভ্রাট দীর্ঘায়িত হচ্ছে। তবে আমরা যত দ্রুত ঠিক করতে চেষ্টা করছি।
কিয়োডোর মতে, শনিবার বিকেলের মধ্যে বেশিরভাগ বাড়িতে বিদ্যুৎ ফিরে এসেছিল। যদিও প্রায় ২ হাজার ৮০০ পরিবার এখনো বিদ্যুৎবিহীন ছিল। চুবু ইলেকট্রিক পাওয়ার গ্রিডের ধারণা, পাইলনগুলো পুনরুদ্ধার করতে কয়েক মাস সময় লাগবে।
Comments