ভারতের উদ্বেগ সত্ত্বেও শ্রীলঙ্কার বন্দরে চীনের সেই জাহাজ

ভারতের উদ্বেগের মধ্যে চীনের ‘গবেষণা জাহাজ’ ইউয়ান ওয়াং-৫ আজ মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে পৌঁছেছে।
চীনা জাহাজ ইউয়ান ওয়াং-৫ শ্রীলঙ্কার হাম্বানটোটা আন্তর্জাতিক বন্দরে পৌঁছেছে। ১৬ আগস্ট, ২০২২। ছবি: রয়টার্স

ভারতের উদ্বেগের মধ্যে চীনের 'গবেষণা জাহাজ' ইউয়ান ওয়াং-৫ আজ মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে পৌঁছেছে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেইলি মিরর বলছে, এর আগে শনিবার চীনের জাহাজ ইউয়ান ওয়াং-৫-কে হাম্বানটোটা বন্দরে ডক করার অনুমতি দিয়েছিল শ্রীলঙ্কা সরকার।

ডেইলি মিররের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত গত মাসে ভারতীয় উপকূলের কাছাকাছি জাহাজটির উপস্থিতি নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি মাসের শুরুতে কম্বোডিয়ায় সাক্ষাতের সময় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন বলে মনে করা হয়।

ভারতের উদ্বেগের পর গত ৫ আগস্ট জাহাজটির সফর স্থগিত করতে বলেছিল শ্রীলঙ্কা।

Comments