তাইওয়ানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

তাইওয়ানে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের অনেক ভবন ভেঙে পড়েছে। ছবি: রয়টার্স

তাইওয়ানে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সিএনএন জানায়, তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর চিশাংয়ে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় জাপানের আবহাওয়া সংস্থা প্রথমে পূর্ব চীন সাগরের মিয়াকো দ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করে, তবে পরে সেই সতর্কতা তুলে নেয় সংস্থাটি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) নিকটস্থ উপকূলরেখায় সুনামির ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে।

ভূমিকম্পটি আঘাত হানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ধ্বংসাত্মক দৃশ্য দেখা গেছে। শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের অনেক ভবন ভেঙে পড়েছে।

দ্বীপরাষ্ট্রটির সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাত দিয়ে সিএনএন জানায়, ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

তাইওয়ানের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে লাইনচ্যুত একটি ট্রেন থেকে ২০ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় এখনো প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

Comments