ইরানে নৈতিকতা রক্ষা পুলিশের কার্যক্রম স্থগিত

ইরানে ‘নৈতিকতা রক্ষা পুলিশ বাহিনীর’ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ইরানে নৈতিকতা রক্ষা পুলিশ কার্যক্রম স্থগিত
মোরালিটি বা নৈতিকতা বিষয়ক এই পুলিশ বাহিনীর অন্যতম প্রধান কাজ নারীদের ইসলামি পোশাক পরিধানসহ ইসলামি বিভিন্ন নীতি-নৈতিকতার প্রয়োগ নিশ্চিত করা। ছবি: এএফপি

ইরানে 'নৈতিকতা রক্ষা পুলিশ বাহিনীর' কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিবিসি জানায়, রোববার দেশটির অ্যার্টনি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজরি এই ঘোষণা দিয়েছেন।

নারীদের ইসলামি পোশাক পরিধানসহ ইসলামি বিভিন্ন নীতি-নৈতিকতার প্রয়োগ নিশ্চিত করাই ছিল মোরালিটি বা নৈতিকতা বিষয়ক এই পুলিশ বাহিনীর অন্যতম প্রধান কাজ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে, বিচার বিভাগ নয়।

রোববার এক ধর্মীয় সম্মেলনে নৈতিকতা পুলিশ ভেঙে দেওয়া হচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে অ্যার্টনি জেনারেল বলেন, 'বিচার বিভাগের সঙ্গে নৈতিকতা রক্ষার পুলিশের কোনো সম্পর্ক নেই। যে প্রক্রিয়ায় এটি স্থাপন করা হয়েছিল সেভাবেই এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।'

তবে মোহাম্মদ জাফর মনতাজেরির এই মন্তব্য এখনও দেশটির অন্য সংস্থাগুলো নিশ্চিত করতে পারেনি।

ইরানে নৈতিকতা পুলিশ বাহিনীর হেফাজতে মাহসা আমিনী নামে ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনায় কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে।

হিজাব না পরার জন্য তাকে নৈতিকতা পুলিশ আটক করেছিল।

শনিবার অ্যার্টনি জেনারেল মনতাজেরি দেশটির সংসদে বলেন, যে আইনে নারীদের হিজাব বাধ্যতামূলক করা হয়েছে সেটিও পুনরায় বিবেচনা করে দেখা হবে।

Comments