উত্তর কোরিয়ার আরও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
উত্তর কোরিয়া ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড-জ্বালানি মোটর ইঞ্জিন’ পরীক্ষা পর্যবেক্ষণ করছেন দেশটির নেতা কিম জং উন। কেসিএন/এএফপি

উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা।

আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, আজ স্থানীয় সময় সকালে 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে'। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

জাপানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে সাগরে এসে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে যে, উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি তংচ্যাং-রি এলাকা থেকে ছোড়া হয়েছে।

তবে এ বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।

গতকাল উত্তর কোরিয়া 'উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড-জ্বালানি মোটর ইঞ্জিন' পরীক্ষার পর আজ এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। বিশেষজ্ঞদের মতে, পিয়ংইয়ংয়ের নতুন মোটর ইঞ্জিনের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন দ্রুত ও সহজ হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, মিসাইল ইঞ্জিনটির পরীক্ষা দেশটির নেতা কিম জং উন নিজে পর্যবেক্ষণ করেছেন। এই পরীক্ষা তংচ্যাং-রি এলাকায় সোহাই স্যাটেলাইট লঞ্চিং গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল।

এখানেই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, রকেট ইঞ্জিন ও মহাকাশযানের পরীক্ষা চালানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

2h ago