ইমরান খান গুলিবিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রীকে তদন্তের নির্দেশ শাহবাজ শরীফের

ইমরান খান এবং শাহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ বৃহস্পতিবার জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খানকে অবিলম্বে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন শাহবাজ শরীফ।

আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের সপ্তম দিনে রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দূরে ওয়াজিরাবাদে এ হামলার ঘটনা ঘটে।

পিটিআই নেতা আসাদ উমর রয়টার্সকে বলেন, 'এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইমরান খানও আহত হয়েছেন।' 

ইমরান খানকে ইতোমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

৭০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার আগাম নির্বাচনের দাবিতে লংমার্চ করছিলেন। তার সঙ্গে শতাধিক লোক ছিল। তার পরিকল্পনা ছিল মোটরচালিত এই লংমার্চ নিয়ে ইসলামাবাদে প্রবেশ করবেন। রাজধানীতে প্রবেশের আগে তিনি আরও জনসমর্থন পাবেন বলে আশা করেছিলেন।

গত লংমার্চের পঞ্চম দিনে গুনজ্রাওয়ালাতে পথসভায় তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে বর্তমান পিটিআইয়ের তুলনা করেন ইমরান খান। 

তিনি বলেন, 'সবাই জানে মুজিবুর রহমান এবং তার দল ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিল। ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ এবং সেনাবাহিনীকে সংঘর্ষের পথে ঠেলে দিয়েছিলেন... বর্তমানে নওয়াজ শরিফ এবং আসিফ আলী জারদারি একই ভূমিকা পালন করছেন।'

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

3h ago