ইমরান খানের ওপর হামলা: পাকিস্তানজুড়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছে।
ইমরান খানের ওপর হামলা: পাকিস্তানজুড়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
লাহোরের গভর্নর হাউসের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন পিটিআই নেতাকর্মীরা। ছবি: ডনের সৌজন্যে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছে।

করাচি, লাহোর, পেশোয়ার, ফাইজাবাদ, ফয়সালাবাদসহ কয়েকটি শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন জেলায় পিটিআইয়ের কয়েকশ নেতাকর্মী ও সমর্থকরা। কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

হামলার সুষ্ঠু তদন্তের দাবির পাশাপাশি সমাবেশ থেকে সরকারবিরোধী স্লোগান উঠেছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভও জানিয়েছেন পিটিআই নেতাকর্মীরা।

ডন জানায়, করাচির শারা ফয়সাল রাস্তায় বিক্ষোভকারীদের সমাবেশে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ।

লাহোরের গভর্নর হাউসের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন পিটিআই নেতাকর্মীরা।

ফাইজাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা লাঠি, গুলতি ও পাথর নিয়ে রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা সমাবেশ থেকে ঢিল ছুড়লে পুলিশ পাল্টা টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।

ইমরান খানের ওপর হামলা: পাকিস্তানজুড়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে ওয়াজিরাবাদে বিক্ষোভ। ছবি: রয়টার্স

এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় পিটিআইয়ের কয়েকশ নেতাকর্মী ও সমর্থকরা রাস্তা নেমে বিক্ষোভ করেছেন।

আলপুরি, পুরানসহ অন্যান্য এলাকায় রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ইমরান খানের ওপর হামলার পেছনে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে সমাবেশ হয়েছে লাহোরের পাঞ্জাব গভর্নর হাউসের বাইরে সমাবেশ করেছেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে পিটিআই নেতা ইমরান খানের।

 

Comments