পাকিস্তানে থানায় জঙ্গি হামলায় ৪ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখায়ার লাক্কি মারওয়াতের বুর্গি পুলিশ স্টেশনে রোববার হামলা চালিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় অন্তত ৪ পুলিশ নিহত ও অনেকে আহত হয়েছেন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাকিস্তানের খাইবার পাখতুনখায়ার লাক্কি মারওয়াতের বুর্গি পুলিশ স্টেশনে রোববার হামলা চালিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় অন্তত ৪ পুলিশ নিহত ও অনেকে আহত হয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ বলেন, 'মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা চালায় ও ভবনে প্রবেশের চেষ্টা করে। তখন ৬০ জনেরও বেশি পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছিলেন।'

তিনি বলেন, 'পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই করেন। পরে হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।'

হামিদ উল্লেখ করেন, পুলিশ স্টেশনটি দুর্গম অঞ্চলে অবস্থিত এবং লাক্কি শহর থেকে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।

তবে, যদিও কোনো গোষ্ঠী এই হামলার দায় নেয়নি। কিন্তু, পুলিশ সন্দেহ নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলা জড়িত। কারণ, এই গোষ্ঠীটি এই অঞ্চলে কাজ করে।

রোববার সকালে লাক্কি পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের দাফন সম্পন্ন হয়। যেখানে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা বান্নু সৈয়দ আশফাক আনোয়ার, জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments