এবার এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করল তালেবান
আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিষিদ্ধের পর এবার তাদের কর্মক্ষেত্র সংকুচিত করার ব্যবস্থা নিয়েছে তালেবান শাসিত প্রশাসন।
রয়টার্স জানায়, আজ শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে স্থানীয় ও বিদেশি সব বেসরকারি সংস্থাকে (এনজিও) নারী কর্মীদের কাজে আসা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুলরহমান হাবিব জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীরা কাজে যোগ দিতে পারবেন না, কেননা তাদের কেউ কেউ নারীদের জন্য ইসলামিক ড্রেসকোডের প্রশাসনিক ব্যাখ্যা মেনে চলেননি।
ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতা হরণে এটি তালেবানের সর্বশেষ পদক্ষেপ।
এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। বুধবার ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি।
Comments