ইমরান খানকে গ্রেপ্তার না করার আবেদনের রায় হাইকোর্টে স্থগিত

আজ সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের এই আবেদনের রায় স্থগিতের ঘোষণা দিয়েছে হাইকোর্ট।
গুজরানওয়ালায় বক্তব্য রাখছেন ইমরান খান। ফাইল ছবি: এএফপি
গুজরানওয়ালায় বক্তব্য রাখছেন ইমরান খান। ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। পরে ২ সপ্তাহের জামিন পান তিনি। এরপর তার আইনজীবীরা ৯ মের পর দায়ের করা কোনো মামলায় পিটিআই প্রধানকে গ্রেপ্তার না করা বিষয়ে হাইকোর্টে আবেদন করেন।

আজ সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের এই আবেদনের রায় স্থগিতের ঘোষণা দিয়েছে হাইকোর্ট।

ডন এই আবেদনের অনুলিপি সংগ্রহ করেছে। সেখানে পাঞ্জাবের মহাপরিদর্শক ও পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেলের মাধ্যমে রাষ্ট্রকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

৯ মে অথবা এর পর ইমরান খানের বিরুদ্ধে লাহোরে নিবন্ধন করা কোনো 'অঘোষিত বা নতুন এজাহার' সম্পর্কে নতুন করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়ার জন্য আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের শুনানির সময় বিচারপতি সফদর সেলিম শাহেদ ইমরান খানের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান।

উত্তরে ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদর আদালতকে জানান, ইমরানের সুরক্ষামূলক জামিন নেই।

এতে সরকার পক্ষের আইনজীবী আপত্তি জানিয়ে বলেন, ইমরান খানের আবেদন গ্রহণযোগ্য নয়। তিনি মন্তব্য করেন, আদালতে হাজির না হয়ে পিটিআই প্রধান আদতে সুরক্ষামূলক জামিন চাইছেন।

উত্তরে ব্যারিস্টার সফদর বলেন, ইমরান খান সুরক্ষামূলক জামিন চান না। তিনি চান এ মামলা আরও বড় কোনো বেঞ্চে স্থানান্তর করা হোক।

এরপর ইমরানকে গ্রেপ্তার না করার আবেদনের রায় স্থগিত ঘোষণা দেয় উচ্চ আদালত।

আবেদনে ইমরান খান উল্লেখ করেন, তার বিরুদ্ধে ১০০টিরও বেশি রাজনৈতিক মদদপুষ্ট ও বেআইনি এজাহার নিবন্ধন করা হয়েছে । এছাড়াও, পিটিআই নেতা ও কর্মীদের বিরুদ্ধে হাজারো 'বানোয়াট' মামলা দায়ের করা হয়েছে। আবেদনের আরও বলা হয়য়,  'হাজারো' নেতা ও কর্মীকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং তাদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না।

এতে আরও উল্লেখ করা হয়য়, 'দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দলের মৌলিক অধিকারের ওপর চলমান হামলা নজিরবিহীন' এবং এ বিষয়গুলো আদালতের গোচরে আসা উচিৎ।

এছাড়াও, ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের বিরুদ্ধে দায়ের করা ২ মামলায় জামিনের মেয়াদ ৮ জুন পর্যন্ত বাড়িয়েছে। মামলাগুলো হল—রাষ্ট্রীয় সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অসমর্থিত অভিযোগ আনা ও পিটিআই কর্মীদের হাতে পিএমএল-এন নেতা মহসিন রানঝার লাঞ্ছিতের অভিযোগ।

অপরদিকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে দায়ের করা তোষাখানা মামলার শুনানি ৮ জুন পর্যন্ত মুলতবির ঘোষণা দিয়েছে।

ইমরানের আইনজীবীরা আদালতে এ মামলায় ইসলামাবাদের হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের অনুলিপি উপস্থাপনের পর এ সিদ্ধান্ত আসে।

গত ৯ মে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশটির বেশ কয়েকটি শহরে তার দলের সমর্থকরা বিক্ষোভ করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।

গত ১১ মে ইমরানের গ্রেপ্তারকে বেআইনি বলেন সে দেশের সুপ্রিম কোর্ট।

গতকাল ইমরান খান অভিযোগ করেন যে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে ১০ বছর কারাগারে রাখার পরিকল্পনা করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Half of Noakhali still reeling from flood

Sixty-year-old Kofil Uddin watched helplessly as floodwater crept into his home at Bhabani Jibanpur village in Noakhali’s Begumganj upazila on August 10. More than a month has passed, but the house is still under knee-deep water.

3h ago