তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আজ তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিচারক মোহাম্মাদ বশির শুনানি শেষে এই রায় দেন। এই কারাগারেই আটক আছেন ইমরান খান।

এ ছাড়া, পরবর্তী ১০ বছর ইমরান ও তার স্ত্রী কোনো সরকারি পদে কাজ করতে পারবেন না। তাদের দুইজনকেই ৭৮ কোটি ৭০ লাখ রূপি জরিমানা করা হয়েছে।

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ঠিক আট দিন আগে এই রায় এলো। এই নির্বাচনে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ তাদের পুরনো নির্বাচনী মার্কা ক্রিকেট ব্যাট ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া, অভিযোগ আছে, দলটির নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন।

ঠিক এক দিন আগেই ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

58m ago