তাইওয়ানের চারপাশে চীনের যৌথ সামরিক মহড়া

পিএলএ তাইওয়ানে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। ছবি: সিজিটিএন
পিএলএ তাইওয়ানে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। ছবি: সিজিটিএন

চীনের চাইনিজ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাইওয়ান দ্বীপের চারপাশে প্রকৃত যুদ্ধাবস্থার প্রস্তুতিমূলক যৌথ সামরিক মহড়া ও অনুশীলন কার্যক্রম পরিচালনা করেছে। আমেরিকার উসকানিমূলক কার্যক্রমের প্রতিক্রিয়ায় এই উদ্যোগ নেওয়ার দাবি করেছে পিএলএ।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) পিএলএর বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে।

পিএলএ কমান্ড জানিয়েছে, নৌবাহিনী, বিমানবাহিনী, রকেট বাহিনী, কৌশলগত সহায়তা বাহিনী ও যুগ্ম লজিসটিক সহায়তা বাহিনী নৌ ও আকাশ পথে তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব অংশে মহড়া চালায়। 

পিএলএ তাইওয়ানে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। ছবি: সিজিটিএন
পিএলএ তাইওয়ানে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। ছবি: সিজিটিএন

চীনের আপত্তি ও সতর্কতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ানে অবতরণ করেন। মঙ্গলবার রাতে তিনি নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাইপেতে এসে পৌঁছান। স্থানীয় সময় ১০টা ৪৪ মিনিটে তার উড়োজাহাজ তাইপের মাটি স্পর্শ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপেতে এসে পৌঁছান।

পিএলএ তাইওয়ানে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। ছবি: সিজিটিএন
পিএলএ তাইওয়ানে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। ছবি: সিজিটিএন

এ ঘটনার পর পিএলএ ঘোষণা দেয়,  তারা দ্বীপরাষ্ট্রটির চারপাশে বিশেষ সামরিক অভিযান' শুরু করবে।

 

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago