বালির জি২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান

‘বিশ্বনেতাদের অবশ্যই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে’—এমন আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও জি২০ সম্মেলনের সভাপতি জোকো উইদোদো।
জোকো উইদোদো
ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে কথা বলছেন দেশটির প্রেসিডেন্ট ও জি২০ সম্মেলনের সভাপতি জোকো উইদোদো। ১৫ নভেম্বর ২০২২। ছবি: রয়টার্স

'বিশ্বনেতাদের অবশ্যই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে'—এমন আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও জি২০ সম্মেলনের সভাপতি জোকো উইদোদো।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে তিনি এই আহ্বানের মধ্য দিয়ে বিশ্বখ্যাত পর্যটনস্থান বালিতে জি২০ সম্মেলনের উদ্বোধন করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

জোকো উইদোদো বলেন, 'যদি যুদ্ধ শেষ না হয় তাহলে সামনে এগিয়ে যাওয়া আমাদের সবার জন্যই কঠিন হবে। পৃথিবীটাকে বিভক্ত করতে দেওয়া উচিত হবে না।'

তিনি আরও বলেন, 'এ ছাড়াও, নতুন করে শীতলযুদ্ধে জড়ানো উচিত হবে না।'

প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্মেলনে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাতের পথ বেছে নিয়েছেন। সারা বিশ্বে পুতিন এখন 'বিরোধিতার' মুখে পড়েছেন বলেও মন্তব্য করেন সুনাক।

সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে 'যুদ্ধবিরতির পাশাপাশি সবাইকে কূটনীতির পথে আসার' আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারি ও চলমান ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা 'ক্ষতিগ্রস্ত' হয়েছে।

করোনা-পরবর্তী বিশ্বে 'নতুন ব্যবস্থা' প্রণয়নের প্রস্তাব দেন তিনি। বলেন, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বনেতারা শান্তির পথ বেছে নেন। এখন আমাদের সময় এসেছে (শান্তির পথ বেছে নেওয়ার)।'

Comments