মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি দেশটির প্রধান রাজা ও পেনাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তাফার উপস্থিতিতে শপথ নেন।
মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আনোয়ার ইব্রাহিম। ছবি: দ্য স্টার থেকে নেওয়া

মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি দেশটির প্রধান রাজা ও পেনাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তাফার উপস্থিতিতে শপথ নেন।

আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুরে সুলতান আবদুল্লাহর প্রশাসনিক ভবন 'আসতানা নেগারা' প্রাসাদে স্থানীয় সময় বিকেল ৫টায় পাকাতান হারাপান (পিএইচ) জোটের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম শপথ নিয়েছেন।

গত ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে পিএইচ জোট ২২২ আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি ৮২ আসন পেয়েছে।

নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) জোট পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ আসন ও ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের (বিএন) পেয়েছে ৩০ আসন।

সরকার গঠনে যেকোনো দল বা জোটের প্রয়োজন ১১২ আসন।

কোনো দল বা জোট প্রয়োজনীয় আসন না পাওয়ায় সুলতান আবদুল্লাহ আঞ্চলিক রাজাদের নিয়ে আজ স্থানীয় সময় সকালে সরকার গঠনে সহায়তার জন্য বৈঠক করেন।

বৈঠকের পর ঘোষণা আসে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম বিকেলে শপথ নেবেন।

Comments