কুয়ালালামপুরে গ্যাস পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

এক্স থেকে

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের একটি গ্যাস পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে আগুন ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার পেট্রোনাস এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে।

মালয়েশিয়ার সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রভাবে কাছাকাছি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আগুনের লেলিহান শিখা ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, পুচং শহরে ৫০০ মিটার বা এক হাজার ৬৪০ ফুট দীর্ঘ একটি পাইপলাইনের লিক থেকে বিশাল আগুনের শিখা উঠেছে। পেট্রোনাস আগুন লাগা পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে। বসতবাড়িতে আগুন কতটা ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

51m ago